মিরসরাই বালিকা উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা সম্পন্ন

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি :: মিরসরাই বালিকা উচ্চ বিদ্যালয়ে দুদিনব্যাপী বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা সম্পন্ন হয়েছে।

বৃহস্পতিবার (৯ জানুয়ারি) স্কুল প্রাঙ্গণে দিনব্যাপী বিভিন্ন ইভেন্টে স্কুল শিক্ষার্থীদের অংশগ্রহণে সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। রাত ৮টায় শুরু হয় পুরস্কার বিতরণ অনুষ্ঠান।

এ সময় বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা বিলকিছ আক্তারের সঞ্চালনায় ও বিদ্যালয় পরিচালনা পরিষদের সভাপতি মো: সেলিম উদ্দিনের সভাপতিত্বে আমন্ত্রিত অতিথি হিসেবে ছিলেন মিরসরাই উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহফুজা জেরিন, মিরসরাই পৌরসভা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাফর উদ্দিন, বিদ্যালয়ের অভিভাবক সদস্য জহুরাল নাথ, লিটন পাল, মো: আলমগীর, নুরুল হুদা ও মনোয়ারা বেগম৷

এর আগে বুধবার (৮ জানুয়ারি) শিক্ষার্থীদের অংশগ্রহণে অনুষ্ঠিত হয় ক্রীড়া প্রতিযোগিতা। এতে বিদ্যালয়ের প্রধান শিক্ষক আজিম উদ্দিন ভুইয়ার সভাপতিত্বে এবং বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা দিল আফরোজ বেগমের সঞ্চালনায় উদ্বোধক হিসেবে ছিলেন মিরসরাই উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা হুমায়ুন কবীর খান৷

সর্বশেষ ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতায় ৩৭ টি ইভেন্টে অংশগ্রহনকারী বিজয়ীদের হাতে পুরষ্কার তুলে দেন অতিথিবৃন্দ। এছাড়া নৃত্য প্রতিযোগিতায় অংশগ্রহণকারী সকল প্রতিযোগিদের বিশেষ পুরষ্কার দেয়ার ঘোষণা দেন বিদ্যালয় পরিচালনা পরিষদের সভাপতি মো: সেলিম উদ্দিন৷

বিদ্যালয় পরিচালনা পরিষদের সভাপতি মো: সেলিম উদ্দিন বলেন, শিক্ষার্থীদের ক্রীড়া ও সাংস্কৃতিক চর্চায় সুপ্ত বিকাশের লক্ষ্যে এটি বাৎসরিক ধারাবাহিক কার্যক্রম। অভিভাবকদের উদ্দেশ্য তিনি শিক্ষার্থীদের পড়াশোনার ব্যাপারে আরো দায়িত্বশীল হওয়ার আহবান জানান৷

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *