আগামী ১৮ মার্চ চট্টগ্রাম পলোগ্রাউন্ড মাঠে বাংলাদেশ ইসলামী ফ্রন্টের আয়োজনে চট্টগ্রাম বিভাগীয় মহাসমাবেশ সফল করার লক্ষ্যে প্রস্তুতি সভা আজ ১১ ফেব্রুয়ারি শনিবার বিকেলে নগরীর চেরাগী পাহাড় বঙ্গবন্ধু ভবনের বৈঠকখানা মিলনায়তনে অনুষ্ঠিত হয়।
মহাসমাবেশ প্রস্তুতি কমিটি আয়োজিত সভায় সভাপতিত্ব করেন চট্টগ্রাম বিভাগীয় মহাসমাবেশ প্রস্তুতি কমিটির আহ্বায়ক ও ইসলামী ফ্রন্টের প্রেসিডিয়াম সদস্য অধ্যক্ষ আল্লামা তৈয়ব আলী। প্রধান অতিথি ছিলেন ইসলামী ফ্রন্টের কেন্দ্রীয় প্রেসিডিয়াম সদস্য অ্যাডভোকেট আবু নাছের তালুকদার।
সভায় ইসলামী ফ্রন্ট নেতৃবৃন্দ বলেন, সুফিবাদি সুন্নি জনতাই দেশের বড় শক্তি। কিন্তু তারা রাজনৈতিকভাবে ঐক্যবদ্ধ, সংগঠিত ও সচেতন নয় বলেই রাজনৈতিক শক্তি হিসেবে নিজেদের জানান দিতে পারছে না। অবহেলিত সুফিবাদি জনতার রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠিত করতে বিভেদ অনৈক্য বিদ্বেষ ভুলে সবাইকে একই প্লাটফরমে আসতে হবে। ইসলামী ফ্রন্টই সুফিবাদি জনতার অবিকল্প প্লাটফরম।
বক্তারা আগামী ১৮ মার্চ চট্টগ্রাম পলোগ্রাউন্ড মাঠে অনুষ্ঠেয় বাংলাদেশ ইসলামী ফ্রন্ট চট্টগ্রাম বিভাগীয় মহাসমাবেশ সফল করতে নেতাকর্মীদেরকে জনসংযোগ-সভা সমাবেশ জোরদার করার আহ্বান জানান।
প্রধান অতিথি অ্যাডভোকেট আবু নাছের তালুকদার বলেন, সুন্নিপন্থি সকল দরবার খানকাহর পীর, উলামা মাশায়েখ, আলেম সমাজ ঐক্যবদ্ধ হলে সুন্নি জনতার রাজনৈতিক অধিকার অর্জন সহজসাধ্য হবে। সুন্নিরা ঐক্যবদ্ধ হলে তাদের কেউ দাবিয়ে রাখতে পারবে না। আল্লামা আশরফ শাহ্ বলেন, আমাদেরকে সাংগঠনিক শক্তি বৃদ্ধি করতে আরো বেশি তৎপর হতে হবে। পরস্পর ঐক্য, সম্প্রীতি ও মেলবন্ধ গড়ে তোলে সুন্নিদের রাজনৈতিক উত্থান ত্বরান্বিত করতে হবে।
সভাপতির বক্তব্যে অধ্যক্ষ আল্লামা তৈয়ব আলী বলেন, সারা বিশ্বে আজ স্থবিরতা ও মানবতার ওপর চরম বিপর্যয় নেমে এসেছে। ঈমানি চেতনাকে শাণিত করে আমাদেরকে সব বিপদ-বিপর্যয় মোকাবিলা করতে হবে। তিনি ১৮ মার্চের মহাসমাবেশ সফল করতে সবাইকে একযোগে কাজ করার আহ্বান জানান।
ইসলামী ফ্রন্টের কেন্দ্রীয় প্রচার সচিব মাস্টার মুহাম্মদ আবুল হোসাইনের সঞ্চালনায় প্রস্তুতি সভায় আলোচনায় অংশ নেন, আল্লামা শাহ্ নূর মোহাম্মদ আলকাদেরী, ইসলামী ফ্রন্টের প্রেসিডিয়াম সদস্য পীরে তরিকত আল্লামা গোলামুর রহমান আশরফ শাহ্, মাওলানা রেজাউল করিম তালুকদার, মাওলানা নূরুল ইসলাম জেহাদী, মাওলানা ওবায়দুল মুস্তফা কদমরসুলি, অধ্যাপক আবুল মনসুর দৌলতি, মাওলানা এম.এ মুস্তফা হেজাজী, মুহাম্মদ এনামুল হক ছিদ্দিকী, মুনিরুল ইসলাম আশরাফী, অধ্যাপক মাওলানা আবদুর রহিম মুনিরী, মাওলানা ইয়াছিন হোসাইন হায়দরী, মুহাম্মদ মহিউল আলম চৌধুরী, মুহাম্মদ ফজলুল করিম তালুকদার, মাওলানা গিয়াস উদ্দিন নেজামী, মাওলানা আবদুল খালেক আলকাদেরী, মাওলানা আবদুন্নবী আলকাদেরী, মুহাম্মদ আলী হোসেন, নাছির উদ্দিন মাহমুদ, অ্যাডভোকেট মুহাম্মদ আরাফাত, ছাত্রসেনা কেন্দ্রীয় সাধারণ সম্পাদক মুহাম্মদ আবদুল্লাহ আল জাবের, হাবিবুল মুস্তফা সিদ্দিকী, মাওলানা জামাল উদ্দিন আলকাদেরী, আবু তৈয়ব চৌধুরী, বদরুল হুদা তারেক, মুহাম্মদ জামাল উদ্দিন, মুহাম্মদ জসিম উদ্দিন সিদ্দিকী, সৈয়দ সালাহ উদ্দিন খোকন, মুহাম্মদ আরাফাত, মুহাম্মদ বেলাল উদ্দিন আলমদার, মুহাম্মদ বেলাল কাদেরী, মুহাম্মদ আলী আকবর, মুহাম্মদ আব্দুল খালেক, নূর রায়হান চৌধুরী প্রমুখ।
মিলাদ কিয়াম শেষে দেশ ও বিশ্ববাসীর শান্তি সমৃদ্ধি এবং বিপর্যস্ত মানবতার পরিত্রাণ কামনায় মুনাজাত করা হয়।
Leave a Reply