সাহাবুদ্দিন চুপ্পুকে ফুল দিয়ে বরণ করলেন প্রধানমন্ত্রী

বাংলাদেশের পরবর্তী রাষ্ট্রপতি হিসেবে আওয়ামী লীগের মনোনয়ন পাওয়া মোহাম্মদ সাহাবুদ্দিন আহমেদ চুপ্পুকে ফুল দিয়ে বরণ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ রোববার দুপুরে গণভবনে প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করেন সাহাবুদ্দিন চুপ্পু। তার সঙ্গে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, প্রধানমন্ত্রীর ছোট বোন শেখ রেহানা, দলের সভাপতিমণ্ডলীর সদস্য আবদুর রহমান, জাহাঙ্গীর কবির নানক, যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ প্রমুখ উপস্থিত ছিলেন।

এর আগে আজ সকালে নির্বাচন কমিশনে (ইসি) দলীয় প্রার্থী হিসেবে সাহাবুদ্দিন চুপ্পুর নাম দাখিল করেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। জাতীয় সংসদে আওয়ামী লীগের নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা থাকায় তাদের মনোনীত প্রার্থীই পরবর্তী রাষ্ট্রপতি হচ্ছেন—এটি নিশ্চিত বলেই ধরে নেওয়া যায়। বিরোধী দল জাতীয় পার্টি প্রার্থী না দেওয়ার কথা আগেই জানিয়ে দিয়েছে।

ওবায়দুল কাদেরের নেতৃত্বে নির্বাচন কমিশনে যাওয়া আওয়ামী লীগের প্রতিনিধি দলে ছিলেন দলের সভাপতিমণ্ডলীর সদস্য আবদুর রহমান, জাহাঙ্গীর কবির নানক, যুগ্ম সাধারণ সম্পাদক ও তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ এবং তথ্য ও গবেষণা সম্পাদক ড. সেলিম মাহমুদ। তাদের সঙ্গে সাহাবুদ্দিন চুপপুও উপস্থিত ছিলেন।

আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া জানান, মনোনয়ন ফরমে রাষ্ট্রপতি হিসেবে চুপ্পুর নাম প্রস্তাব করেন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। আর সমর্থন করেন ড. হাছান মাহমুদ।

ঘোষিত তপশিল অনুযায়ী আজ মনোনয়ন দাখিল, আগামীকাল যাচাই-বাছাই এবং ১৪ ফেব্রুয়ারি মনোনয়ন প্রত্যাহারের দিন নির্ধারিত রয়েছে। আর অন্য কোনো প্রার্থী না থাকলে ওই দিনই রাষ্ট্রপতির বিষয়টি চূড়ান্তভাবে ঘোষণা করা হতে পারে।

এদিকে নির্বাচন কমিশন থেকে বের হওয়ার সময় গণমাধ্যমকে দেওয়া এক প্রতিক্রিয়ায় সাহাবুদ্দিন চুপ্পু বলেন, ‘সবকিছু আল্লাহর ইচ্ছা। এখন কোনো প্রতিক্রিয়া নেই। সব সর্বশক্তিমান আল্লাহর ইচ্ছা।’

 

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *