মোহাম্মদ সাহাবুদ্দিন চুপ্পুই হচ্ছেন দেশের ২২তম রাষ্ট্রপতি। তিনিই হচ্ছেন বঙ্গভবনের পরবর্তী বাসিন্দা। রাষ্ট্রপতি পদে আওয়ামী লীগের চুপ্পুই একমাত্র প্রার্থী হওয়ায় আর ভোটাভুটির দরকার হচ্ছে না।
নির্বাচন কমিশনের (ইসি) সচিব জাহাংগীর আলম নিশ্চিত করেছেন, মনোনয়নপত্র দাখিলের শেষ সময় ছিল রোববার (আজ) বিকেল চারটা। নির্ধারিত সময় পর্যন্ত আওয়ামী লীগ মনোনীত প্রার্থী সাহাবুদ্দিন চুপ্পুর মনোনয়ন দাখিল হয়েছে। এছাড়া আর কারো মনোনয়নপত্র জমা পড়েনি। তাই সোমবার দুপুরে প্রার্থিতা বাছাই শেষে সিদ্ধান্ত জানাবে নির্বাচন কমিশন।
এদিকে রাষ্ট্রপতি পদে মনোনয়ন পেয়ে বঙ্গবন্ধুকন্যা ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন সাহাবুদ্দিন চুপ্পু।
চুপ্পু দুর্নীতি দমন কমিশনের (দুদক) সাবেক কমিশনার এবং অবসরপ্রাপ্ত জেলা ও দায়রা জজ।
এক প্রতিক্রিয়ায় চুপ্পু বলেন, আল্লাহর নিকট শুকরিয়া আদায় করছি আমি। বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনাকেও কৃতজ্ঞতা জানাই। কারণ, রাষ্ট্রপতি পদে আমাকে প্রার্থী মনোনীত করেছেন তিনি। এই মুহূর্তে আমার এটুকুই প্রতিক্রিয়া।
রাষ্ট্রপতি পদে আওয়ামী লীগের মনোনয়ন দেওয়ার পর মোহাম্মদ সাহাবুদ্দিন চুপ্পুকে গণভবনে ফুল দিয়ে শুভেচ্ছা জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রোববার সকালে বঙ্গভবনের নতুন বাসিন্দা হতে যাওয়া চুপ্পুকে ফুলেল শুভেচ্ছা জানান প্রধানমন্ত্রী। শেখ হাসিনার ছোট বোন শেখ রেহানাও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
এর আগে রাষ্ট্রপতি নির্বাচনে দলীয় প্রার্থী হিসেবে মোহাম্মদ সাহাবুদ্দিন চুপ্পুর নাম চূড়ান্ত করেন প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা। দলীয় প্রার্থী হিসেবে চুপ্পুর নাম নির্বাচন কমিশনে দাখিল করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
আগামী ১৯ ফেব্রুয়ারি ভোটের দিনক্ষণ নির্ধারণ করে গত ২৫ জানুয়ারি রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন।
তফসিল অনুযায়ী, ১২ ফেব্রুয়ারি সকাল ১০টা থেকে বিকাল ৪টা পর্যন্ত মনোনয়নপত্র জমাদানের সময় ছিল। এছাড়া ১৩ ফেব্রুয়ারি প্রার্থীতা যাচাই বাছাই এবং ১৪ ফেব্রুয়ারি বিকাল ৪টা পর্যন্ত মনোনয়নপত্র প্রত্যাহারের সময় নির্ধারণ করা হয়।
তবে প্রার্থীর সংখ্যা একজনের বেশি না হওয়ায় চুপ্পুকেই বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ঘোষণা করা হচ্ছে। আর কেউ প্রার্থী না থাকায় ভোটেরও প্রয়োজন পড়ছে না।
Leave a Reply