বিশ্বব্যাপী মূল্যস্ফীতি ও প্রতিটি পণ্যের মূল্যবৃদ্ধির প্রেক্ষিতে মিতব্যয়ী হওয়ার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
সোমবার সকালে রাজধানীর আগারগাঁওয়ে কোস্টগার্ড সদর দপ্তরে বাংলাদেশ কোস্টগার্ডের ২৮তম প্রতিষ্ঠাবার্ষিকী ও পদক প্রদান অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
সরকার ২০৪১ সালের মধ্যে স্মার্ট জনগোষ্ঠী গড়ে তুলতে চায় জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, ‘সমুদ্র অর্থনীতির জন্য গোস্টগার্ডকে আধুনিক ও শক্তিশালী করার কাজ চলছে।’
কোস্টগার্ড সদস্যদের উদ্দেশে শেখ হাসিনা বলেন, ‘আমাদের ব্যবসা-বাণিজ্য এবং সমুদ্রপথে সব ধরনের নিরাপত্তা বিধানে আপনারা বিশাল অবদান রেখে চলেছেন। আপনারা যে দায়িত্ব পালন করে যাচ্ছেন, এর ফলে আমি মনে করি বাংলাদেশ ও বাংলাদেশের জনগণই সব থেকে বেশি লাভবান হবে।’
‘এই বাহিনীর মূলমন্ত্র হলো গার্ডিয়ান এক্সেস অর্থাৎ সমুদ্রে সক্ষমতা অর্জন, যা সর্বদা সমুদ্র অঞ্চলে জনগণের বন্ধু হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করা’-যোগ করেন প্রধানমন্ত্রী।
‘বাংলাদেশ কোস্টগার্ড অপকর্মতা রুখে দিয়ে দেশের উপকূলীয় অঞ্চলে নিরীহ-নিপীড়িত জনগণের পাশে প্রকৃত বন্ধু হিসেবে ইতিমধ্যে আত্মপ্রকাশ করেছে’ উল্লেখ করে তিনি বলেন, ‘এই বাহিনীর প্রতিটি সদস্য দেশপ্রেমে মুক্তিযুদ্ধের চেতনা তুলে এনে দেশের স্বার্থ সংশ্লিষ্ট সব নিরাপত্তা ঝুঁকিমূলক কার্যক্রম- সমুদ্রবন্দরে নিরাপত্তা প্রদান, অস্ত্র চোরাচালান, মাদক পাচার, অবৈধ ও অনিয়ন্ত্রিত মৎস্য শিকার, সমুদ্র ও নদী দূষণ নিয়ন্ত্রণ ও প্রতিরোধ জলদস্যুতা-বনদস্যুতা দমনে কার্যকর ভূমিকা রেখে যাচ্ছে।’
তিনি বলেন, ‘আমাদের অর্থনীতি দ্রুতগতিতে এগিয়ে যাচ্ছিল। যেসব প্রতিষ্ঠান এখনো আমাদের নির্মাণ করতে হচ্ছে আমরা মিতব্যয়ী হয়েছি এ কারণেই। করোনা অতিমারি সারা বিশ্বের অর্থনীতিকে স্থবির করে দিয়েছিল। সেখান থেকে কেবল যখন উত্তরণ ঘটছে সেই সময় আসলো ইউক্রেন-রাশিয়া যুদ্ধ। যার ফলে বিশ্বব্যাপী মূল্যস্ফীতি, প্রতিটি পণ্যের মূল্যবৃদ্ধি, আমাদেরকেও মিতব্যয়ী হতে হবে। সবাইকে সজাগ থাকতে হবে, সেই সঙ্গে বিশ্বব্যাপী যে খাদ্য মন্দা দেখা দিয়েছে তার থেকে বাংলাদেশকে মুক্ত করার জন্য আমি আহ্বান জানিয়েছি সবাইকে।’
প্রধানমন্ত্রী প্রত্যেকের কর্মস্থল থেকে শুরু করে বাসাবাড়ি যার যেখানে যতটুকু জমি পড়ে আছে সেখানে যে যা কিছু পারেন উৎপাদন করার আহ্বান জানান, যেন বাংলাদেশে কখনো খাদ্য ঘাটতি না হয় বা দেশের মানুষ কষ্ট না পায়।
আজ সোমবার বাংলাদেশ কোস্টগার্ডের ২৮তম প্রতিষ্ঠাবার্ষিকী। আগারগাঁওয়ে কোস্টগার্ড সদর দপ্তরে দিবসটির উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান এমপি। এছাড়া উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর নিরাপত্তাবিষয়ক উপদেষ্টা মেজর জেনারেল (অব.) তারিক আহমেদ সিদ্দিক, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সিনিয়র সচিব মো. আমিনুল ইসলাম খান, মহাপরিচালক বাংলাদেশ কোস্টগার্ড রিয়ার অ্যাডমিরাল আশরাফুল হক চৌধুরী প্রমুখ।
Leave a Reply