সীতাকুণ্ড প্রতিনিধি: চট্টগ্রাম জেলা পরিষদের সদস্য ও সীতাকুণ্ড উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আ ম ম দিলসাদ এর মা ও মরহুম ডা. আবদুল্লাহিল কাফী’র স্ত্রী বেগম লুৎফুন্নেছা ওয়ারেচী (৮৩) মঙ্গলবার (১৪ ফেব্রুয়ারী) সকাল পৌনে ৮টার সময় নগরীর একটি বেসরকারী হাসপাতালে ইন্তেকাল করেছেন।
মৃত্যুকালে তিনি ২ ছেলে ও তিন কন্যাসহ বহু গুণাগ্রাহী রেখে যান। তিনি দীর্ঘদিন ধরে দুরারোগ্য রোগে আক্রান্ত ছিলেন।
মরহুমা বেগম লুৎফুন্নেছা ওয়ারেচী তৎকালীন কক্সবাজার মহুকুমার প্রখ্যাত জমিদার মরহুম সৈয়দুর রহমান ওয়ারেচীর দ্বিতীয় কন্যা ও সীতাকুণ্ডের বিশিষ্ট শিক্ষাবিদ, মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক মরহুম আবদুল্লাহিল মামুন সাহেবের মেঝ ভাইয়ের স্ত্রী।
এদিকে জেলা পরিষদের সদস্য আ ম ম দিলসাদ এর মায়ের মৃত্যুতে গভীর শোক জানিয়েছেন চট্টগ্রাম-৪ আসনের সংসদ সদস্য আলহাজ্ব দিদারুল আলম, উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহাদাত হোসেন, উপজেলা আওয়ামীলীগের সভাপতি আবদুল্লাহ আল বাকের ভুঁইয়া, সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব এস এম আল মামুন, সীতাকুণ্ড প্রেসক্লাবের সভাপতি সৌমিত্র চক্রবর্তী, সাধারণ সম্পাদক লিটন কুমার চৌধুরীসহ বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যান, রাজনৈতিক, সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ।
বাদ আসর মরহুমার সোনাইছড়ী ইউনিয়নস্থ দ.ঘোড়ামরা গ্রামের মুন্সী সাদেক আলী চৌধুরী বাড়ীতে নামাজে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে।
Leave a Reply