সীতাকুণ্ডে পুকুরে পড়ে এক প্রতিবন্ধী যুবকসহ দুই শিশুর মৃত্যু

সীতাকুণ্ড প্রতিনিধি: চট্টগ্রামের সীতাকুণ্ডে পুকুরের পড়ে দুই শিশুসহ তিনজনের মৃত্যু হয়েছে। মঙ্গলবার উপজেলার পৃথকস্থানে এঘটনা ঘটে।

জানা গেছে সকালে পুকুরে গোসল করতে গিয়ে পানিতে ডুবে মোঃ সোহেল (৪৪) নামে এক প্রতিবন্ধীর মৃত্যু হয়। নিহত সোহেল উপজেলার মুরাদপুর ইউনিয়নের রফিকুল ইসলামের পুত্র।

বিষয়টি নিশ্চিত করেছেন মুরাদপুর ইউনিয়নের চেয়ারম্যান রেজাউল করিম বাহার। তিনি বলেন, সোহেল একজন শারীরিক প্রতিবন্ধী ছিলেন। পুকুরে গোসল করতে গিয়ে সে ডুবে যায়।

অন্যদিকে সকাল ১১টার সময় উপজেলার পৌরসভার ৮ নং ওয়ার্ড দক্ষিণ ইদুলপুরে পানিতে পড়ে ইশান দাস নামে তিন বছর বয়সের এক শিশুর মৃত্যু হয়। নিহত শিশু ইশান দাশ ওই গ্রামের পলাশ দাশের বাড়ির মিঠুন দাশের ছেলে। জানা গেছে, খেলার চলে শিশু ইশান বাড়ির পাশের পুকুরে পড়ে যায়। কিছুক্ষণ পর তার মৃতদেহ ভেসে উঠে। বিষয়টি নিশ্চিত করে পৌর কাউন্সিলর মফিজুর রহমান বলেন, বাড়ির উঠানে খেলার সময় সকালে পুকুরে পড়ে এক শিশুর মৃত্যু হয়েছে।

অপরদিকে একই দিন সকাল ১০টায় সৈয়দপুর ইউনিয়নের মহানগর বাজারের পশ্চিম পাশে বাড়ির পুকুরে পড়ে আব্রাহাম নামে দেড় বছরের এক শিশুর মৃত্যু হয়। আব্রাহাম ওই এলাকার তমিজ উদ্দীন সারাং বাড়ির জাহিদ হোসেনের পুত্র। বিষয়টি নিশ্চিত করেছেন নিহতের আত্মীয় মোঃ মোশাররফ হোসেন।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *