মাইক্রোবাসের ধাক্কায় ৩ মোটরসাইকেল আরোহী নিহত

টাঙ্গাইলে মাইক্রোবাসের সঙ্গে সংঘর্ষে মোটরসাইকেলের আরোহী ৩ যুবক নিহত হয়েছেন।

মঙ্গলবার রাত ১০টার দিকে টাঙ্গাইল-ময়মনসিংহ মহাসড়কের ঘাটাইল উপজেলার গুগ্রাম এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন ঘাটাইলের লাউয়াগ্রামের সোনা মিয়া (২৭) একই উপজেলার অষ্টচল্লিশা গ্রামের আলমগীর হোসেন (২৬) ও একই গ্রামের শামীম মিয়া (২৫)।

প্রত্যক্ষদর্শীদের বরাতে পুলিশ জানায়, ঢাকাগামী মাইক্রোবাসের সঙ্গে মধুপুরগামী মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হলে মোটরসাইকেল আরোহী ৩ জন ঘটনাস্থলেই মারা যান। নিহতরা সবাই স্থানীয় একটি মোটর গ্যারেজে কাজ করতেন।

ঘাটাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আজহারুল ইসলাম জানান, মাইক্রোবাসটি আটক করা সম্ভব হয়নি।

নিহতদের মরদেহ আইনি প্রক্রিয়া শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *