২৪ ঘন্টা ডট নিউজ। চট্টগ্রাম ডেস্ক : চট্টগ্রামে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র্যাবের হাতে ধরা পড়েছে দুই প্রতারক। র্যাব সদস্য পরিচয়ে প্রতারণার আশ্রয় নিয়ে এক প্রবাসীর কাছ থেকে টাকা আদায়কালে হাতে নাতে গ্রেফতার করা হয় এ দুই প্রতারককে।
বুধবার (২৫ ডিসেম্বর) বিকেলে আনোয়ারা উপজেলার চাতরী চৌমুহনী এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলেন, আনোয়ারা উপজেলার বরুমছড়ার বাসিন্দা নুরুল আলম টিপু (৩১) ও বৈরাগের বাসিন্দা নাজিম উদ্দিন (৩৬)।
র্যাব-৭ এর সহকারী পরিচালক এএসপি মাশকুর রহমান জানান, গত ১ ডিসেম্বর কাতার থেকে দেশে ফিরেন বরুমছড়া এলাকার এক প্রবাসী। এরপর থেকে র্যাব সদস্য পরিচয়ে নাজিম ও টিপু তার বিরুদ্ধে র্যাবের কাছে ৪টি অভিযোগ রয়েছে দাবি করেন এবং চাঁদা দাবি করেন। এ বিষয়ে প্রবাসী ব্যাক্তিটি র্যাবকে অবহিত করেন।
বুধবার বিকেলে র্যাবের পরামর্শে ওই দুই প্রতারককে উপজেলার চাতরি চৌমুহনী বাজারে এসে ৫০ হাজার টাকা নিয়ে যাওয়ার কথা বলেন প্রবাসি। এসময় আগে থেকে সেখানে অবস্থান নেওয়া র্যাবের একটি টিম দুই প্রতারককে হাতে নাতে গ্রেফতার করে।
র্যাবের এ কর্মকর্তা বলেন, গ্রেফতারকৃতদের মধ্যে টিপুর বিরুদ্ধে থানায় মামলা রয়েছে। সে চিহ্নিত চাঁদাবাজ। এর আগেও র্যাব পরিচয়ে টেলিফোন করে কয়েকজনের কাছ থেকে টাকা আদায় করেছিল।
Leave a Reply