২৪ ঘন্টা ডট নিউজ। চট্টগ্রাম ডেস্ক : চট্টগ্রামে নগর গোয়েন্দা পুলিশের বিশেষ অভিযানে দুটি প্রাইভেট কারে তল্লাশী চালিয়ে মিলল ২শ বোতল বিদেশি মদ। এসময় জিল্লুুর রহমান (৩২) নামে এক মাদক ব্যবসায়িকে গ্রেফতার করা হয় এবং মাদক পরিবহনে ব্যবহৃত দুটি প্রাইভেট কার জব্দ করে গোয়েন্দা পুলিশ।
গ্রেফতার জিল্লুর রহমান বোয়ালখালী উপজেলার পশ্চিম গোমদণ্ডী গ্রামের মৃত মো. রফিকের ছেলে।
নগর গোয়েন্দা পুলিশের উপ-কমিশনার (বন্দর) এসএম মোস্তাইন হোসেন বলেন, বুধবার ভোরে গোপন তথ্যের ভিত্তিতে নগরীর কোতোয়ালি থানা ফিরিঙ্গিবাজার এলাকায় বিশেষ চেক পোস্ট বসানো হয়। এসময় একটি প্রাইভেট কারে তল্লাশী করে বিদেশি বিভিন্ন ব্র্যান্ডের ৮০ বোতল মদ উদ্ধারের পাশাপাশি কারটি জব্দ এবং জিল্লুর নামে এক মাদক ব্যবসায়িকে গ্রেফতার করা হয়।
পরে তার দেওয়া তথ্য মতে চট্টগ্রামের হাটহাজারী উপজেলার কুয়াইশ গ্রামে জনৈক সফি’র মালিকানাধীন এস এম ম্যানশনের নিচতলায় রক্ষিত আরেকটি প্রাইভেট কারে তল্লাশি চালিয়ে ১২০ বোতল বিদেশি বিভিন্ন ব্র্যান্ডের মদ উদ্ধার করা হয়।
গ্রেফতার জিল্লুর বরাতে এসএম মোস্তাইন হোসেন বলেন, তারা আনোয়ারায় পারকি সমুদ্র সৈকতের বাজার কমিটির সভাপতি জামাল উদ্দিনের কাছ থেকে ২০০ বোতল বিদেশি মদ সংগ্রহ করে দুই চালানে সেগুলো পাচার করছিলো। প্রথম চালানে তার এক সহযোগী ১২০ বোতল নিয়ে হাটহাজারীর কুয়াইশে চলে গেলেও পরের চালানে ৮০ বোতল নিয়ে ধরা পড়ে জিল্লুর।
এ ঘটনায় তিনজনের নামে মামলা দায়ের করার তথ্য নিশ্চিত করে আনোয়ারায় পারকি সমুদ্র সৈকতের বাজার কমিটির সভাপতি জামাল উদ্দিন ও জিল্লুর সহযোগীকে গ্রেফতারের চেষ্টা অব্যাহত রয়েছে বলে জানান এ পুলিশ কর্মকর্তা।
Leave a Reply