চট্টগ্রামে সেপটিক ট্যাঙ্কে বিস্ফোরণ, আহত ৮

চট্টগ্রামের চান্দগাঁও থানার বলিরহাট এলাকায় সেপটিক ট্যাঙ্ক বিস্ফোরণের ঘটনায় আটজন আহত হয়েছেন।

আজ বৃহস্পতিবার ভোরে এ দুর্ঘ টনা ঘটে। আহতরা হাসপাতাল থেকে প্রাথমিক চিকিৎসা নিয়ে বাসায় ফিরেছেন বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।

বিষয়টি নিশ্চিত করেন চান্দগাঁও থানায় অফিসার ইনচার্জ (ওসি) মো. খায়রুল ইসলাম।

তিনি বলেন, ভোরে গ্যাস লাইনে কম্পন সৃষ্টির হয়। তখন এই বিস্ফোরণের ঘটনা। এতে বাসার দেয়াল ধসে পড়েছে। আহতের হাসপাতালে পাঠানো হয়েছে। ঘটনাস্থলে ফায়ার সার্ভিস, কর্ণফুলী গ্যাস কর্তৃপক্ষের কর্মকর্তার রয়েছে। তদন্ত করে বিস্তারিত জানানো হবে।

প্রসঙ্গত, এরআগে ২০১৯ সালে চট্টগ্রামের পাথরঘাটায় একটি পাঁচতলা ভবনের সামনে গ্যাস লাইন বিস্ফোরণে সাত জনের মৃত্যু হয়েছে, আহত হয়েছেন ২৫ জন৷

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *