২৪ ঘন্টা ডট নিউজ। চট্টগ্রাম ডেস্ক : চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধিন অবস্থায় মো. শফি (৪৫) নামে এক কয়েদির মৃত্যু হয়েছে বলে জানা গেছে।
মঙ্গলবার রাতে হাসপাতালের ১২ নং ওয়ার্ডে তার মৃত্যু হয়। মো. শফি ফটিকছড়ি উপজেলার উত্তর রাঙ্গামাটি এলাকার নবীদুর রহমানের বাড়ির আলী আহমেদ সওদাগরের ছেলে।
ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন পাঁচলাইশ থানার এসআই ঈমাম হোসেন। তিনি বলেন, বনবিভাগের দায়ের করা এক মামলায় মো. শফি ৬ মাসের সাজা হয়ে সে কারাগারে ছিলেন। তার কয়েদি নাম্বার ৬২৬৩/৩।
কারাগারে হঠাৎ সে অসুস্থ হয়ে পড়লে তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। মঙ্গলবার রাত ১২টার দিকে চিকিৎসাধিন অবস্থায় তার মৃত্যু হয়। প্রশাসনিক সকল প্রক্রিয়া শেষে নিহতের লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছেন পাঁচলাইশ থানার এ পুলিশ কর্মকর্তা।
Leave a Reply