নাটকীয়তার ম্যাচে বার্সা-ইউনাইটেডের ড্র

ইউরোপা লিগের নানা নাটকীয়তার ম্যাচে বার্সেলোনার সঙ্গে ড্র করেছে ম্যানচেস্টার ইউনাইটেড। গতকাল বৃহস্পতিবার রাতের ক্যাম্প ন্যুর ম্যাচে ২-২ গোলে ড্র করে বার্সা ও ম্যান ইউ। ফলে জয় কিংবা হার, কোনোটির স্বাদ পায়নি কোনো দলই।

ম্যাচের প্রথমার্ধটা ছিল গোলশূন্য। কিন্তু দুই দলই খেলেছে আক্রমণ, পাল্টা-আক্রমণে। তৈরি করেছে দারুণ কিছু সুযোগ। বার্সেলোনাই নিজেদের একটু বেশি সৌভাগ্যবান ভাবতে পারে। গোলরক্ষক মার্ক-আন্দ্রে টের স্টেগেন দেয়াল হয়ে না দাঁড়ালে ম্যাচে ওই সময়ই পিছিয়ে পড়ত তারা। মার্কাস রাশফোর্ড ও ভাউট ভেগহোর্স্টের প্রায় নিশ্চিত দুটি গোলের হাত থেকে বার্সাকে বাঁচিয়েছেন টের স্টেগেন। সুযোগ বার্সেলোনাও পেয়েছে। কিন্তু রবার্ট লেভানডফস্কি ও জর্ডি আলবা সেই সুযোগ দুটি কাজে লাগাতে পারেননি।

বিরতির পর ম্যাচের প্রথম গোলটা করে বার্সেলোনা। ৫০ মিনিটে ব্রাজিলিয়ান উইঙ্গার রাফিনিয়ার কর্নারে হেড করেন মার্কাস আলোনসো, বল চলে যায় ইউনাইটেডের জালে। তবে তিন মিনিট পরেই ডানদিকে ফ্রেডের পাস থেকে বল পেয়ে দলকে সমতায় ফেরান মার্কাস রাশফোর্ড। সব প্রতিযোগিতা মিলে ইউনাইটেডের জার্সিতে এই মৌসুমে রাশফোর্ডের এই ২২তম গোল। রেড ডেভিলদের হয়ে নিজের ক্যারিয়ারের সেরা সময়ই কাটাচ্ছেন ইংলিশ এই ফরোয়ার্ড।

সমতা ফেরানোর মিনিট ছয়েক পরে এগিয়েও যায় ইউনাইটেড। এবারও রাশফোর্ডের শট। তবে তা বার্সার ডিফেন্ডার জুলস কুন্দের গায়ে লেগে বল চলে যায় স্বাগতিকদের জালে। ম্যাচে ৭৬ মিনিটে সমতায় ফেরে জাভির শিষ্যরা। কাসেমিরোর কাছ থেকে বল কেড়ে নিয়ে জুল কুন্দে বাড়াল রাফিনিয়ার দিকে। রাফিনিয়া শট নিয়েছিলেন লেভানডফস্কির দিকে। কিন্তু লেভা বল ধরতে পারেননি, পারেননি ইউনাইটেডের কোনো খেলোয়াড়ও। ইউনাইটেড গোলরক্ষক দে হায়াকে ফাঁকি দিয়ে সেই বল চলে যায় জালে।

ইউরোপা লিগে ৩২ দলের এই রাউন্ডে রাতের অন্য ম্যাচগুলোতে আয়াক্স গোলশূন্য ড্র করেছে ইউনিয়ন বার্লিনের সঙ্গে, সালজবুর্গ ১-০ গোলে জিতেছে রোমার বিপক্ষে, শাখতার দোনেৎস্ক ২-১ গোলে হারিয়েছে রেনেকে।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *