খ্রীষ্টান সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শুভ বড়দিন উপলক্ষে চট্টগ্রামের কোতোয়ালী পাথরঘাটা গীর্জায় বিএনপির পক্ষ থেকে কেক কেটে উৎসবের সূচনা করেছেন চট্টগ্রাম মহানগর বিএনপির সভাপতি ডা. শাহাদাত হোসেন।
বুধবার (২৫ ডিসেম্বর) সন্ধ্যা ৬ টার দিকে শহরের কোতোয়ালী পাথরঘাটাস্থ চট্টগ্রাম ক্যাথলিক আর্চডায়োসিস এর আর্চবিশপের বাসভবনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
এ সময় ডা. শাহাদাত হোসেন বলেন, খ্রীষ্টান সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব হচ্ছে শুভ বড়দিন। সকল ধর্মের মর্মবাণী হচ্ছে শান্তি। সকলকে নিয়ে একটি সমৃদ্ধিশালী, দুর্নীতিমুক্ত, সন্ত্রাসমুক্ত গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠায় আমাদের সকলকে ঐক্যবদ্ধ হতে হবে। সকলকে শুভ বড়দিনের শুভেচ্ছা জানান এবং সব সময় পাশে থাকার অঙ্গিকার করেন।
এ সময় উপস্থিত ছিলেন আর্চবিশপ মজেস এম কস্তা, বিএনপি নেতা মনজুর রহমান চৌধুরী, আলহাজ্ব জাকির হোসেন, কাউন্সিলর ইসমাইল বালি, শিল্পী শওকত জাহান, সাদেকুর রহমান রিপন, জসিম উদ্দিন চৌধুরী, মো. সালাহ উদ্দিন, জাফরুল হাসান রানা, সাজ্জাদ, জ্যাকসন, ওয়াসিম প্রমুখ নেতৃবৃন্দ।
Leave a Reply