সীতাকুণ্ডের শিবচতুর্দশী মেলাকে ঘিরে শ্মশানকালী বাড়িতে প্রকাশ্যে চলছে গাঁজার ব্যবসা

সীতাকুণ্ড প্রতিনিধি: সীতাকুণ্ডে ঐতিহ্যবাহী ৪দিনের শিবচতুর্দশী মেলায় দেশে-বিদেশের লক্ষ লক্ষ পূণ্যার্থীর আগমনে মুখরিত হয়ে উঠেছে। এই মেলাকে ঘিরে একদিকে যেমন লক্ষ টাকার চাঁদাবাজির অভিযোগ উঠেছে অপরদিকে টাকার বিনিময়ে জমজমাট গাঁজার আসর বসেছে।শিবচতুর্দশী মেলাকে ঘিরে শ্মশানকালী বাড়িতে প্রকাশ্যে চলছে গাঁজার ব্যবসা।

গাঁজা ব্যবসায়ীরা জানিয়েছেন, মেলায় আয়োজক কমিটির লোকজন টাকার বিনিময়ে তাদের শ্মশানের ভেতরে গাঁজা বিক্রির জন্য বসতে দিয়েছেন। প্রকাশ্য গাঁজার  ব্যবসা চললেও প্রশাসনের পক্ষ থেকে কোন রকমের  পদক্ষেপ নিতে দেখা যায়নি। মেলাকে ঘিরে শৃঙ্খলা বাহিনীর তৎপরতা চোখে পড়লোও গাঁজা আসরের দিকে তাদের কোন নজর নেই।

এ ব্যাপারে জানতে চাইলে মেলা কমিটির সাধারণ সম্পাদক বাবুল শর্মা বলেন, আমরা কোন টাকা তুলি না। গাঁজার আসর, দোকানপাট বা অন্যান্য ইজারার টাকা তোলে স্রাইন (তীর্থ কমিটি)। আমাদের বিরুদ্ধে এসব অভিযোগ মিথ্যা।

অন্যদিকে তীর্থ কমিটির সাধারণ সম্পাদক এডভোকেট চন্দন দাস বলেন, গাঁজার ব্যবসা ও চাঁদাবাজির বিরুদ্ধে আমি গতবছরও প্রতিবাদ করেছি। একটি মহল জোর করে চাঁদা আদায় করছে। আর দোকানপাটের জায়গাও আমরা ইজারা দিই না।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *