ফটিকছড়ি প্রতিনিধি:ফটিকছড়ির নাজিরহাট পৌরসভা নির্বাচনের মনোনয়ন জমাদানের শেষ দিনে ৫৭ প্রার্থী মনোনয়ন জমা দিয়েছেন।
রবিবার ব্যাপক উৎসাহ -উদ্দীপনা ও উৎসব মূখর পরিবেশের মধ্যে দিয়ে ফটিকছড়ি উপজেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয়ে উপস্থিত হয়ে রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ আরিফুজ্জামানের কাছে মনোনয়ন পত্র জমা দেন প্রার্থীরা।
নির্বাচন অফিস সূত্রে জানা যায়, মেয়র পদে ৭ জন, সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদে ৮ এবং সাধারণ কাউন্সিলর পদে ৪২ সহ ৫৭ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন।
জানা গেছে, মেয়র পদে যারা মনোনয়ন জমা দিয়েছেন আওয়ামীলীগ মনোনীত প্রার্থী এ কে জাহেদ চৌধুরী, তরিকত ফেডারেশন মনোনীত মোহাম্মদ শাহ জালাল।
স্বতন্ত্র প্রার্থীদের মধ্যে মোহাম্মদ নাছির উদ্দিন, জাহাঙ্গীর আলম চৌধুরী,এস এম শফিউল আলম এডভোকেট মো : ইসমাইল গনি ও আনোয়ার পাশা।
এ ব্যাপারে অতিরিক্ত আঞ্চলিক নির্বাচন অফিসার ও রিটার্নিং কর্মকর্তা মো: আরিফুজ্জামান বলেন, বিগত কয়েকদিন ধরে সুশৃংখল ভাবে প্রার্থীরা মনোনয়ন পত্র জমা করেছেন। রবিবার শেষ দিনে বিকাল ৪টা পর্যন্ত মেয়র, সংরক্ষিত মহিলা কাউন্সিলর ও সাধারণ কাউন্সিলর পদে ৫৭ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন। সোমবার ও মঙ্গলবার যাচাই বাচাই সম্পন্ন হবে।
Leave a Reply