চট্টগ্রামের রাউজানের প্রাচীন বিদ্যাপীঠ গহিরা এ জে ওয়াই এম এস বহুমুখী উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা আজ ২০ ফেব্রুয়ারি (সোমবার) বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়েছে। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রেলপথ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি রাউজানের সংসদ সদস্য এবিএম ফজলে করিম চৌধুরী।
বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি ডা. দীপক সরকারের সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ হাবিবুল হক। বিশেষ অতিথি ছিলেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা কাজী আবদুল ওহাব, রাউজান পৌরসভার মেয়র জমির উদ্দিন পারভেজ, পৌর প্যানেল মেয়র বশির উদ্দিন খান, কাউন্সিলর কাজী মোহাম্মদ ইকবাল, আলমগীর আলী, পৌর আওয়ামী লীগের সভাপতি নজরুল ইসলাম চৌধুরী, বিদ্যালয়ের অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সভাপতি মুজিবুর রহমান, সাধারণ সম্পাদক কবি কামরুল হাসান বাদল, নর্থ পয়েন্ট ন্যাশনাল স্কুলের সভাপতি মনছুর মিয়া।
শিক্ষক রাজু ভট্টাচার্যে্যর সঞ্চালনায় উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা ইউসুফ খান চৌধুরী, শিক্ষক সুপ্রিয়া রাণী দেবী, বিকাশ কুমার দে, ফাতেমা সুলতানা, নিগার সুলতানা, সুনন্দা বড়ুয়া, মোহাম্মদ ফজলুল হক, রুবেল দাশ, শ্যামলী বিশ্বাস, মাওলানা ইয়াকুব করিম, রাজু ধর, কামাল উদ্দিন, মো. আবু বক্কর সিদ্দিক, মো. সাহেদুল আলম, মাওলানা রাশেদ মিয়া, মো. মোবারক উল্লাহ খাঁন, মুজিবুদ্দৌলা চৌধুরী, ইকবাল হোসেন প্রমূখ।
প্রধান অতিথির বক্তব্যে এবিএম ফজলে করিম চৌধুরী বলেন, পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের মেধা ও মননের বিকাশে নিয়মিত খেলাধুলা করতে হবে। দেশের সমৃদ্ধ ক্রীড়া ও সংস্কৃতিক অঙ্গনে রাউজানের অনেক কৃতিজন নিজেদের অনন্য উচ্চতায় তুলে ধরেছেন। সংসদ সদস্য ফজলে করিম চৌধুরী সন্তানদের ক্রীড়া ও সাংস্কৃতিক কর্মকান্ডে উৎসাহিত করতে অভিভাবকদের প্রতি অনুরোধ জানান।
২৪ঘণ্টা.জেআর
Leave a Reply