ফটিকছড়িতে তা’লীমুল উম্মাহ ইসলামী একাডেমীর ফলাফল প্রকাশ

ফটিকছড়ি প্রতিনিধি: ফটিকছড়ি উপজেলার লেলাং ইউনিয়নে প্রতিষ্ঠিত তা’লীমুল উম্মাহ ইসলামী একাডেমীর বার্ষিক পরীক্ষা-২০১৯ এর ফলাফল প্রকাশ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।

অনুষ্ঠানে বক্তারা বলেছেন-প্রতিযোগিতার এ যুগে শিক্ষার্থীদের আরো প্রতিযোগী হতে হবে। বর্তমানে প্রতিযোগিতা ছাড়া ভাল কিছু আশা করা যায় না। তাই সন্তানদের লেখাপড়ায় অভিভাবকদের আরো বেশি মনযোগী হওয়ার পরামর্শ দেন বক্তারা। অভিভাবকরা সঠিক গাইড দিলে শিক্ষার্থীরা আরো ভাল ফলাফল করবে বলে আশাবাদ ব্যক্ত করেন তারা।

বুধবার (২৫ ডিসেম্বর) সকাল ১০টায় একাডেমী মিলনায়তনে সিনিয়র ভাইস চেয়ারম্যান ডা. মুহাম্মদ হোসেনের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন- চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সহকারী রেজিস্টার মুহাম্মদ শহিদুল আজিম আজাদ।
বিশেষ অতিথি ছিলেন- সাবেক ইউপি সদস্য আলহাজ্ব মাহবুবুল আলম,শাহনগর বহুমুখী উচ্চ বিদ্যালয় পরিচালনা পরিষদ সদস্য আবু সাদেক কোম্পানী, রায়পুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মুহাম্মদ শাহেদ হোসেন,পরিচালক মাওলানা মোরশেদুল আলম, ডা. সালাহউদ্দীন, মাওলানা বেলাল উদ্দিন প্রমুখ।

সিনিয়র শিক্ষক মোহাম্মদ রায়হানের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন- পরিচালনা পরিষদ সচিব মুহাম্মদ নাছির উদ্দিন,শিক্ষা সচিব মাওলানা জুবায়ের উদ্দিন,সিনিয়র শিক্ষক ইমতিয়াজ নোমান, মাওলানা মনিরুল ইসলাম,মোশাররফ হোসেন,আলী আকবর, নুরুল আমিন, শিক্ষিকা মুক্তা মনি,আরমিন সুলতানা প্রমুখ।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *