রাউজান জাগরণী ক্লাবে চিকিৎসা নিল সহস্রাধিক ব্যক্তি, ওষুধ পেল ২শ রোগী

মহান একুশে ফেব্রুয়ারি উদযাপন উপলক্ষে রাউজান উত্তর সর্তা জাগরণী ক্লাবের উদ্যোগে অভিষেক ও ফ্রি চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত হয়।

চিকিৎসা ক্যাম্পে সহস্রাধিক রোগীকে চিকিৎসা সহায়তা দেয়া হয় এবং ওষুধ সুবিধা পায় ২শ’ অসহায় ও সুবিধা বঞ্চিত নারী-পুরুষ। দিনব্যাপী এ চিকিৎসা ক্যাম্প ও আলোচনা সভায় সভাপতিত্ব করেন উত্তর সর্তা জাগরণী ক্লাবের সভাপতি জনাব এস এম ইয়াকুব।

এতে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বীরমুক্তি যোদ্ধা আবু তাহের, ক্লাবের উপদেষ্টা হারুন পাশা এবং রেনেস্কোর পরিচালক মোহাম্মদ মুসা, সমাজসেবক শফিউল আজম, উপদেষ্টা কামাল উদ্দিন তৈয়ব, সহ সভাপতি নুরুল আবসার, উপদেষ্টা শফিউল আলম, সাংবাদিক নূর মোহাম্মদ রানা, উপদেষ্টা মোহাম্মদ শফি, উপদেষ্টা নুরুল আজম, প্রবাসী পরিষদের উপদেষ্টা মাওলানা সেলিম, নির্বাহী সদস্য মোহাম্মদ আলী, সহ-সভাপতি এডভোকেট রিয়াজ মঞ্জুরুল হক, নুরুল আজম, নির্বাহী সদস্য জামাল উদ্দিন, সহ-সাধারণ সম্পাদক ওসমান, সহ-সাধারণ সম্পাদক জাফর, সহ-সাধারণ সম্পাদক সালাউদ্দিন, অর্থ সম্পাদক হাসান।

ফ্রি চিকিৎসা ও ওষুধ বিতরণ ক্যাম্পে চিকিৎসা সেবা প্রদান করেন ডাঃ নেওয়াজ মোঃ সিকদার, লায়ন ডাঃ নারায়ন চন্দ্ৰ নাথ, ডাঃ মোহাম্মদ পারভেজ রানা, ডা: আইভি সুলতানা, ডা: আহমদ শরীফ (মানিক)।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *