সীতাকুণ্ড প্রতিনিধি: সীতাকুণ্ডের সোনাইছড়িতে মাদ্রাসা থেকে বাড়ি ফেরার পথে মাইক্রোবাসের ধাক্কায় মোঃ সোহান (১০) নামে এক শিক্ষার্থী নিহত হয়েছে।
বৃহস্পতিবার সকাল ১০টার সময় উপজেলার সোনাইছড়ি ইউনিয়নের ঘোড়ামরা এলাকায় মহাসড়কে এ ঘটনা ঘটে। নিহত সোহান হযরত পন্থীশাহ মাদ্রাসার তৃতীয় শ্রেণীর শিক্ষার্থী। সে ঐ গ্রামের মুকিম আফজাল বাড়ির মোঃ মোজাহের হোসেনের পুত্র।
বিষয়টি নিশ্চিত করে হযরত পন্থীশাহ মাদ্রাসার পরিচালক মোঃ মুসলিম উদ্দিন খালেদ বলেন, শিশুটি ক্লাস শেষ করে বাড়ি ফেরার সময় রাস্তা পার হতে গিয়ে একটি দ্রুতগামী মাইক্রোবাস তাকে ধাক্কা দেয়, এই সময় গুরুতর আহতবস্থায় তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে বিকাল ৪ টার সময় চিকিৎসাধীন অবস্থায় মারা যায়।
এব্যাপারে বার আউলিয়া হাইওয়ে থানার এএসআই মোঃ শওকত বলেন, সকালে মাদ্রাসা থেকে বাড়ি ফেরার পথে মাইক্রোবাসের ধাক্কায় এক শিশু আহত হয়। তাকে চমেক হাসপাতালে প্রেরণ করা হয়েছে। মাইক্রোবাসটি আটক করা হয়েছে।
Leave a Reply