মিরসরাই প্রতিনিধি:::::মিরসরাইয়ে জায়গা জমির দন্দ্বকে কেন্দ্র করে বিয়ে বাড়ির গেইট বন্ধ করে দেয়া হয়েছে বাঁশের বেড়া আর খুঁটি দিয়ে। এমনটাই অভিযোগ উঠেছে এক প্রবাসীর বিরুদ্ধে। এতে ক্ষোভ দেখা দিয়েছে স্থানীয়দের মাঝে।
বৃহস্পতিবার (২৩ ফেব্রুয়ারী) বিকালে মিরসরাই উপজেলার ১৪নং হাইতকান্দি ইউনিয়নের ৭নং ওয়ার্ড মধ্যম কুরুয়া গ্রামের হাকিম আলী সারেং বাড়িতে এই ঘটনা ঘটে।
খবর নিয়ে জানাযায়, হাইতকান্দি ইউনিয়নের মধ্যম কুরুয়া গ্রামের হাকিম আলী সারেং বাড়ির নুরুজ্জামানের ছেলে মোহাম্মদ পারভেজের বিয়ে আগামীকাল শুক্রবার। বিয়ে উপলক্ষে চলছে গায়ে হলুদের অনুষ্ঠান, সাজ সাজ রব পুরো বাড়ি ঝুড়ে। এরই মাঝে হঠাৎ দেখা দিল বিপত্তি। জায়গা জমি সংক্রান্ত পূর্ব দন্ধের জেরে কাঠের খুঁটি আর বাঁশের ঘেরা দিয়ে বন্ধ করে দেয়া হয়েছে বিয়ে বাড়ির গেইট ও সরকারী চলাচলের রাস্তা। অভিযোগ একই গ্রামের কুরুয়া চৌধুরী বাড়ির নুরুল ইসলাম চৌধুরীর ছেলে প্রবাসী সুজা উদ্দিন চৌধুরীর বিরুদ্ধে। সুজা উদ্দিন ওমানে থাকলেও নির্দেশ মোতাবেক কাজ করেছেন তারই শ্রমিক সিরাজ উদ্দিন।
স্থানিয়রা জানান, এটি মসজিদের রাস্তা। এই রাস্তাদিয়ে মসজিদের মুসল্লিরা চলাচল করে। কিন্তু স্থানিয় সুজা উদ্দিনও সারেং বাড়ির জামাল উদ্দিন রাস্তার মাঝখানে পিলার দিয়ে চলাচলের রাস্তা বন্ধ করে দিয়েছে।
সিরাজ উদ্দিন জানান, আমি প্রবাসী সুজা উদ্দিনের কাজ করি। তাদের বাড়িতে জায়গাজমি নিয়ে দন্ধ। সুজা উদ্দিন আমাকে ইমোতে ফোন করে নির্দেশ দিয়েছেন ঘেরা দিতে আমি ঘেরা দিয়েছি এর বাইরে আমি আর কিছু জানি না। তবে প্রবাসে থাকার কারনে সুজা উদ্দিনের সাথে কথা বলা সম্ভব হয়নি।
গ্রামের সর্দার নুরুল আফসার জানান, এটি স্থানীয় সরকার প্রকৌশলের তালিকা ভুক্ত সরকারী রাস্তা। রাস্তাটি কার্পেটিং এর কাজ চলছে। তবে সীট অনুযায়ী সুজা উদ্দিনের জায়গা। বাড়ির লোকজনদের সাথে দন্ধের জেরে বেড়া দিয়ে দিয়েছেন সুজা উদ্দিন।
স্থানীয় ইউপি মেম্বার কোরবারআলি জানান, বুধবার সকালে একবার রাস্তা বন্ধ করে দিয়েছিল, আমি উন্মুক্ত করে দিয়েছি। আজকে দুপুরে আবারও বিয়ের গেইট বন্ধ করে বেড়া দিয়েছে সুজা উদ্দিন ও জামাল উদ্দিনের লোকজন। পরবর্তীতে চেয়ারম্যানের নির্দেশে আজকে সন্ধ্যায় স্থানিয় লোকজন নিয়ে পুনরায় বেড়াটি ফেলে দিয়েছি আমরা।
হাইতকান্দি ইউনয়ন চেয়ারম্যান জাহাঙ্গীর কবির চৌধুরী জানান, প্রবাসী সুজা উদ্দিন কাজটা ঠিক করেনাই। দন্ধ থকলে সেটা সমাধান আছে তাই বলে বিয়ের গেইট বন্ধ করেদিবে !! এটা একটা লজ্জার বিষয়। বিষয়টি জানার সাথে সাথে আমি স্থানিয় মেম্বার কোরবানআলিকে দ্রুত পাঠিয়ে সন্ধ্যা ৭টার দিকে ভেড়াটি উচ্ছেদ করে বিয়ে বাড়ির চলাচলের রাস্তা উন্মুক্ত করে দিয়েছি।
Leave a Reply