টেকনাফ প্রতিনিধি : টেকনাফে ২বিজিবি ব্যাটালিয়নের উদ্যোগে অসহায়-দরিদ্র ও শীতার্ত ২ শতাধিক নারী-পুরুষের মধ্যে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) দুপুরে হ্নীলা হাইস্কুল প্রাঙ্গনে টেকনাফ ২ বিজিবি ব্যাটালিয়নের হ্নীলা বিওপির আওতাধীন এলাকার অসহায়-দরিদ্র ও শীতার্ত মানুষের মধ্যে শীতবস্ত্র বিতরণ উপলক্ষ্যে একসভা অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টেকনাফ ২বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্ণেল মোহাম্মদ ফয়সল হাসান খান (পিএসসি)। বিশেষ অতিথি ছিলেন ক্যাপ্টেন আহসানুল করিম রাইন, এডি নুরুল হুদা, হ্নীলা হাইস্কুলের প্রধান শিক্ষক আব্দুস সালাম, হ্নীলা বিওপির কোম্পানী কমান্ডার আব্দুল মোতাবেক প্রমুখ।
অনুষ্ঠান শেষে তালিকাভূক্ত ২শতাধিক পরিবারের অসহায়-দরিদ্র নারী-পুরুষ এবং শিশুদের মাঝে কম্বল ও শীতবস্ত্র বিতরণ করা হয়।
Leave a Reply