পটিয়ায় স্কুল ছাত্রী নিখোঁজ থানায় জিডি

চট্টগ্রামের পটিয়ায় সুলতানা ইসলাম মিম (১৩) নামের এক স্কুল ছাত্রী নিখোঁজ হয়েছেন। সে উপজেলার কোলাগাঁও ইউনিয়নের চাপড়া গ্রামের প্রবাসী মো: আইয়ুব খানের ১ম সন্তান। সে স্থানীয় কুসুমপুরা স্কুল এন্ড কলেজের ৮ম শ্রেণির ছাত্রী।

গত শুক্রবার (২৪ ফেব্রুয়ারী ) দুপুরে চট্টগ্রাম-কক্সবাজার রোডের পটিয়ার শান্তির হাট থেকে পটিয়া সদরের মুন্সেফ বাজার এলাকায় খালার বাসায় রওয়ানা দেয়। কিন্তু সে খালার বাসায় না পৌঁছায়, অভিভাবকরা আত্মীয়-স্বজনসহ বিভিন্ন স্থানে খোঁজ করে মেয়েটির কোন সন্ধান পাননি।

অনেক স্থানে খোঁজাখুজি করে স্কুল ছাত্রী মিমের কোন হদিস না পেয়ে এ ব্যাপারে নিখোঁজের মা কামরুন্নাহার বাদী হয়ে পটিয়া থানায় নিখোঁজ জিডি এন্ট্রি করেছে।

এ ব্যাপারে পটিয়া থানার অফিসার ইনচার্জ রেজাউল করিম মজুমদার জানান, সুলতানা ইসলাম মিম নামে একজন ছাত্রী নিখোঁজ হয়েছে মর্মে জিডি এন্ট্রি করা হয়েছে।

জিডি পেয়ে পুলিশ নিখোঁজ ছাত্রীকে উদ্ধারের জন্য বিভিন্ন স্থানে উদ্ধার অভিযান অব্যহত রেখেছে।

২৪ঘণ্টা/জেআর

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *