চট্টগ্রামের আনোয়ারায় মাদ্রাসা শিক্ষকের বিরুদ্ধে ইসফাত মামুন রিয়াদ (১২) নামের এক ছাত্রকে গায়ে ধারালো ব্লেড মেরে মরিচের গুড়া লাগিয়ে দেওয়ার অভিযোগ উঠেছে। উপজেলার বৈরাগ ইউনিয়নের ইমাম আজম (রহ:) ইন্টারন্যাশনাল হিফজুর কোরআন একাডেমির নামের একটি প্রতিষ্ঠানে এ ঘটনা ঘটে। অভিযুক্ত শিক্ষক বারশত ইউনিয়নের বোয়ালিয়া গ্রামের আবু হানিফ।আহত ছাত্র শিশু রিয়াদ মাদ্রাসা হেফজ বিভাগের শিক্ষার্থী এবং উপজেলার বরুমচড়া ইউনিয়নের নলদিয়া গ্রামের মোহাম্মদ টুন্টুর ছেলে।
শিশু রিয়াদের বড় ভাই আসাদুজ্জামান ছোটন বলেন, আমার ছোট ভাই দীর্ঘদিন পর বাড়িতে ছুটিতে গেলে তাঁর গায়ে আঘাতের চিহ্ন দেখা যায়। এর কারণ জানতে চাইলে প্রথমে বলতে অপারগতা প্রকাশ করে পরে তাকে গায়ে ধারালো ব্লেড মেরে মরিচ দিয়ে নির্যাতনের বিষয়টি মা-বাবাকে জানায়।
গত শুক্রবার (২৪ ফেব্রুয়ারি) বিকেলে সরেজমিনে গিয়ে জানা যায়, ১৯ দিন আগে মাদ্রাসায় শিক্ষকের দেওয়া পড়া ঠিক সময়ে আদায় করতে না পারায় শিক্ষার্থী রিয়াদকে ধারালো ব্লেড মেরে মরিচের গুড়া লাগিয়ে দেওয়া হয়। এসময় ওই শিক্ষার্থী চিৎকার করে কান্না করায় তাঁর মুখে কাপড় বেঁধে দেয় এবং এ ঘটনা পরিবারের কাউকে জানালে কেটে টুকরো টুকরো করার হুমকি দেন অভিযুক্ত শিক্ষক। এর পর শিশুটিকে ১৮ দিন মাদ্রাসায় আটকে রাখেন।
অভিযুক্ত শিক্ষক আবু হানিফ নির্যাতনের বিষয়টি স্বীকার করে বলেন, আমার ভুল হয়েছে, আমি ক্ষমা চাই। ভবিষ্যতে এরকম কাজ আর করবো না।
খবর পেয়ে অভিযুক্ত শিক্ষক আবু হানিফকে পুলিশ আটক করে। এ বিষয়ে জানতে চাইলে আনোয়ারা থানার ওসি মির্জা মোহাম্মদ হাছান জানান, অভিযুক্ত শিক্ষককে থানায় আটক করে আনা হয়েছে। শিক্ষার্থীর পরিবার অভিযোগ করলে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
২৪ঘণ্টা/জেআর
Leave a Reply