চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় তিন কোটি টাকা ব্যয়ে নির্মিত মানিক চন্দ্র ও তৈলারদ্বীপ বটতল সড়ক আজ শনিবার (২৫ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলার বারখাইন ইউনিয়নে উদ্বোধন করেছেন ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদ।
এসময় উপস্থিত ছিলেন আনোয়ারা উপজেলা পরিষদের চেয়ারম্যান তৌহিদুল হক চৌধুরী, চট্টগ্রাম জেলা পরিষদ সদস্য এসএম আলমগীর চৌধুরী, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল মন্নান চৌধুরী, সাধারণ সম্পাদক জসিম উদ্দিন চৌধুরী, ভূমিমন্ত্রীর একান্ত সচিব রিদুওয়ানুল করিম চৌধুরী সায়েম, বারখাইন ইউপি চেয়ারম্যান হাসনাইন শাকিল, বারখাইন ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি খোরশেদুল আলম, সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম, জয়নাল আবেদীন হেলাল, উপজেলা যুবলীগের সদস্য সোহরাবুল আলম মিরাজ, এরশাদ আলী সোহেল, মো. ইদ্রিস প্রমুখ।
ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদ বলেন, বর্তমান আওয়ামী লীগ সরকারের উন্নয়নে পাল্টে যাচ্ছে আনোয়ারার চিত্র। বেড়িবাঁধ, সড়ক সহ বিভিন্ন উন্নয়ন কর্মকাণ্ডে দৃশ্যমান হচ্ছে উপজেলার প্রতিটি ইউনিয়ন। আওয়ামী লীগ সরকার আবারও ক্ষমতায় আসলে বাংলাদেশ হবে উন্নত এবং সমৃদ্ধশালী। তাই স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে দলীয় নেতাকর্মীদের কাজ করার জন্য নির্দেশ দেন তিনি।
২৪ঘণ্টা.জেআর
Leave a Reply