ডায়াবেটিস সচেতনতা দিবসে সীতাকুণ্ডে গরীব রোগীদের মাঝে বিনামূল্যে ইনসুলিন ও ঔষধ বিতরণ

সীতাকুণ্ড প্রতিনিধি: ডায়াবেটিস রোগ সম্পর্কে জনগণকে সচেতন করে তোলার লক্ষ্যে চট্টগ্রামের সীতাকুণ্ডে ‘ডায়াবেটিস সচেতনতা দিবস’ পালিত হয়েছে।

মঙ্গলবার দুপুরে সীতাকুণ্ড ডায়াবেটিস হাসপাতালের উদ্যেগে পল্লী চিকিৎসক ও ডায়াবেটিস রোগীদের নিয়ে এক আলোচনা সভার আয়োজন করা হয়। সভায় দেড় শতাধিক পল্লী চিকিৎসক ও রোগী বিভিন্ন সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে ২৭ জন গরীব রোগীদের মাঝে বিনামূল্যে ইনসুলিন ও এক মাসের ঔষধ বিতরণ করা হয়।

মেডিকেল অফিসার ডা. সাজেদুল ইসলাম নাহিম এর সভাপতিত্বে এবং মানিক লাল দাশগুপ্তের সঞ্চলনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন অধ্যক্ষ মো. জাহাঙ্গীর, সীতাকুণ্ড ডায়াবেটিক সমিতির উপদেষ্টা লায়ন আবুল খায়ের মো. ওয়াহিদী, লায়ন্স ক্লাব অব চিটাগাং সীতাকুণ্ডের সাবেক প্রেসিডেন্ট লায়ন নুরুল আবছার চৌধুরী, সীতাকুণ্ড প্রেস ক্লাবের সাবেক সভাপতি সৈয়দ মো. ফোরকান আবু, প্রধান আলোচক ছিলেন চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতলের ডায়াবেটিস ও হরমোন রোগে প্রশিক্ষণ প্রাপ্ত ডা. মোহাম্মদ গিয়াস উদ্দিন টিপু।

বক্তব্য রাখেন সীতাকুণ্ড হেলথ এন্ড এডুকেশন ট্রাস্টের নির্বাহী পরিচালক লায়ন মো.গিয়াস উদ্দিন, ভাইস চেয়ারম্যান লায়ন হাজী মো. ইউসুফ শাহ্, ট্রেজারার খোরশেদ আলম, ডায়াবেটিক সমিতির কোষাধ্যক্ষ ননী গোপাল দেবনাথ, পৌরসদর ব্যবসায়ী দোকান মালিক সমিতির সাধারণ সম্পাদক লায়ন মো. বেলাল হোসেন, সীতাকুণ্ড সমিতি-চট্টগ্রামের প্রচার সম্পাদক সাংবাদিক কামরুল ইসলাম দুলু, ডা. নুরুল হুদা প্রমুখ।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *