দ.রাউজানে সাত শতাধিক পরীক্ষার্থীর অংশগ্রহণে শহীদ লিয়াকত স্মৃতি বৃত্তি পরীক্ষা সম্পন্ন

রাউজান (চট্টগ্রাম) প্রতিনিধি: চট্টগ্রামের রাউজান উপজেলার দ.রাউজানের ৫৫টি শিক্ষা প্রতিষ্ঠানে সাত শতাধিক পরীক্ষার্থীর অংশগ্রহণে শহীদ লিয়াকত স্মৃতি বৃত্তি পরীক্ষা গতকাল বুধবার নোয়াপাড়া উচ্চ বিদ্যালয় ও দেওয়ানপুর এস কে সেন স্কুল এন্ড কলেজ কেন্দ্রে সম্পন্ন হয়েছে।

শহীদ লিয়াকত স্মৃতি সংসদ চট্টগ্রামের রাউজান উপজেলা (দক্ষিণ) জোন এর পরিচালনায় সকাল ৯ টা থেকে দুপুর ১ টা পর্যন্ত চলা পরিক্ষায় ১ম থেকে ৯ ম শ্রেনীর স্কুল ও মাদ্রাসা পর্যায়ের প্রায় ৭৪৮ জন শিক্ষার্থী অংশ নেয়। উক্ত পরিক্ষা কেন্দ্র পরিদর্শন করেন শহীদ লিয়াকত স্মৃতি বৃত্তি পরীক্ষার কেন্দ্রীয় পরিচালক ইঞ্জিনিয়ার মোঃ আরিফ,নোয়াপাড়া উচ্চ বিদ্যালয়ের সভাপতি জাফর আহম্মদ,নোয়াপাড়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জানে আলম,ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ রাউজান দক্ষিণের সভাপতি স ম জাফর উল্লাহ,সাধারণ সম্পাদক মুহাম্মদ নুর নবী, সোশ্যাল সার্ভিসেস ইউনিয়ন অব রাউজানের আহবায়ক মহিউদ্দিন ইমন, রাউজান সাহিত্য পরিষদের সহ সভাপতি লায়ন আহম্মদ সৈয়দ,গাউছিয়া কমিটি বাংলাদেশ রাউজান দক্ষিনের সভাপতি হাজী আবু বক্কর সওদাগর, মাওলানা জিল্লুর রশিদ ফারুকী, ডাঃ মুহাম্মদ ইউনুছ মিয়া, দৈনিক ভোরের দর্পণের রাউজান প্রতিনিধি সাংবাদিক নেজাম উদ্দিন রানা,সাংবাদিক এস এম ইউছুপ উদ্দিন. সাংবাদিক জাহাঙ্গীর নেওয়াজ, সাংবাদিক রমজান আলী, সাংবাদিক এম.কামাল উদ্দিন । সাবেক সমন্বয় মাওলানা আলী আজম,মাওলানা মুহাম্মদ ইয়াছিন,মুহাম্মদ সেকান্দর হোসেন,এস এম বোরহান উদ্দিন,স্টারলিট গ্রামার স্কুল এড কলেজের অধ্যক্ষ মোরশেদুল আলম,রাফিকোর সহ অর্থ সম্পাদক ফেরদৌস বেগম নিসু,হারপাড়া আইডিয়াল স্কুলের প্রধান শিক্ষক হারাধণ মহাজন।

উক্ত পরিক্ষায় অংশ নেওয়া সকল শিক্ষার্থী, উপস্থিত অভিভাবক ও অংশগ্রহনকারী শিক্ষা প্রতিষ্ঠানকে ধন্যবাদ জানিয়ে বক্তব্য রাখেন বৃত্তি পরিচালনা কমিটি (রাউজান দক্ষিন)’র সমন্বয়ক মুহাম্মদ মোরশেদ বাবু ,সচিব মুহাম্মদ মহিউদ্দিন।

অন্যন্যদের মধ্যে উপস্থিত ছিলেন মুহাম্মদ ইসমাইল,মুহাম্মদ সাজ্জাদ হোসেন রুবেল,মুহাম্মদ পারভেজ,মুহাম্মদ আরিফ,মুহাম্মদ আসাদ,সাঈদ তানভীর,আব্দুল্লাহ,মুহাম্মদ রায়হান প্রমূখ।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *