আনোয়ারায় আইন-শৃঙ্খলা কমিটির মাসিকসভা অনুষ্ঠিত

চট্টগ্রামের আনোয়ারা উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। আজ ২৮ ফেব্রুয়ারি (মঙ্গলবার) দুপুরে উপজেলা পরিষদের সভা কক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. ইশতিয়াক ইমনের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান তৌহিদুল হক চৌধুরী।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও ইউপি চেয়ারম্যান এমএ মন্নান চৌধুরী, ভাইস চেয়ারম্যান মৃণাল কান্তি ধর, সহকারী ভূমি কমিশনার আব্দুল্লাহ আল মোমিন, আনোয়ারা থানার ওসি মির্জা মো. হাসান, উপজেলা মুক্তিযুদ্ধা সংসদ ভারপ্রাপ্ত কমান্ডার আবদুল মান্নান, কৃষি কর্মকর্তা রমজান আলী, মাধ্যমিক শিক্ষা অফিসার মোহাম্মদ ফেরদৌস, মৎস্য অফিসার রাশেদুল হক, বরুমছড়া ইউপি চেয়ারম্যান শামসুল আলম, বৈরাগ ইউপি চেয়ারম্যান নোয়াব আলী, বারশত ইউপি চেয়ারম্যান এম এ কাইয়ুম শাহ, রায়পুর ইউপি চেয়ারম্যান আমিন শরীফ, বারখাইন ইউপি চেয়ারম্যান হাসনাইন জলিল শাকিল, আনোয়ারা সদর ইউপি চেয়ারম্যান অসীম কুমার দেব, হাইলধর ইউপি চেয়ারম্যান কলিম উদ্দিন, জুঁইদন্ডীর ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান কফিল উদ্দিন বাবু, আনোয়ারা প্রেস ক্লাবের সভাপতি এম. নুরুল ইসলাম, সাধারণ সম্পাদক হুমায়ুন কবির শাহ সুমন সহ ও উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা।

সভায় রমজান মাসে ভোক্তা হয়রানি বন্ধ, মাদকদ্রব্য বিক্রয় ও সেবন, সন্ত্রাস, অবৈধ বালু উত্তোলন ও আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণ সহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয়।

২৪ঘণ্টা.জেআর

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *