২৪ ঘন্টা ডট নিউজ। মিরসরাই প্রতিনিধি : মিরসরাই উপজেলার বারইয়ারহাট থেকে প্রায় ৫শ বোতল ফেনসিডিল ও ৪ কেজি গাঁজাসহ মো. ওমর ফারুক (৩২) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাব-৭।
বুধবার (২৫ ডিসেম্বর) রাত পৌনে ১২টায় তাকে গ্রেফতার করা হয় বলে নিশ্চিত করেন র্যাব-৭ এর এএসপি কাজী মোহাম্মদ তারেক আজিজ। গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ী ওমর ফারুক খাগড়াছড়ি জেলার ফেনিরকুল গ্রামের মো. ইউনুসের ছেলে।
র্যাব-৭ এর এএসপি কাজী মোহাম্মদ তারেক আজিজ বলেন, জোরারগঞ্জ থানাধীন বারইয়ারহাট এলাকায় অভিযান চালিয়ে রাত পৌনে ১২টায় ৪৯৭ বোতল ফেনসিডিল ও ৪ কেজি গাঁজাসহ মো. ওমর ফারুক (৩২) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়। সে ফেনসিডিল ও গাঁজা নিয়ে কুমিল্লা বর্ডার হতে চট্টগ্রামের দিকে আসছিলো।
Leave a Reply