সীতাকুণ্ডে বিএসআরএম এ বিদেশ থেকে স্ক্র্যাপের সাথে এলো ২ মর্টার শেল

সীতাকুণ্ড প্রধিনিধি: চট্টগ্রামের সীতাকুণ্ডের বার আউলিয়া এলাকায় অবস্থিত বিএসআরএম ফ্যাক্টরীতে দুইটি মর্টার শেল ডিস্ফোজাল টিম কর্তৃক নিস্ক্রয় করা হয়েছে। মঙ্গলবার দুপুরে বুম ২টি নিস্ক্রিয় করেন পুলিশ পরিদর্শক মোঃ আফতাফ হোসেন এর নেতৃত্বে সিএমপি চট্টগ্রাম এর বোম ডিস্ফোজাল টিম।

জানা যায়, ২৫ ফেব্রুয়ারী বিদেশ থেকে আমদানীকৃত স্ক্র্যাপ লোহার সাথে ২টি আর্টিলারী মর্টার শেল আসে। ফ্যাক্টরীতে স্ক্র্যাপ লোহার সাথে মর্টার শেল দুইটি দেখতে পেয়ে বিষয়টি থানাকে অবহিত করা হলে মঙ্গলবার দুপুরে সীতাকুণ্ড থানার তদন্তকারী কর্মকর্তা (এসআই) হারুনুর রশিদ ঘটনাস্থল পরিদর্শণ করে। এরপর চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের বোম ডিস্ফোজাল টিম ঘটনাস্থলে গিয়ে বোম দুইটি নিস্ক্রিয় করেন।

সীতাকুণ্ড মডেল থানার ওসি তোফায়েল আহমেদ বলেন, বিএসআরএম কারখানায় স্ক্র্যাপের সাথে বিদেশ থেকে দুইটি মর্টার শেল আসে। বিষয়টি আমাদের জানালে আমরা সিএমপি’র বোম ডিস্ফোজাল টিম এসে তা নিস্ক্রিয় করে। এঘটনায় কোন ধরণের দুর্ঘটনা ঘটেনি।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *