সীতাকুণ্ডে চক্রবাক ক্লাবের শর্টপিস ক্রিকেট ফাইনাল খেলা এবং পুরস্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন

সীতাকুণ্ড প্রতিনিধি: সীতাকুণ্ডের ঘোড়ামরা এলাকার ঐতিহ্যবাহী সামাজিক ও ক্রীড়া সংগঠন চক্রবাক ক্লাবের প্রতিষ্ঠার ৪২ বছর উপলক্ষে আয়োজিত মাসব্যাপী শর্টপিস ক্রিকেট টুর্ণামেন্টের ফাইনাল খেলা এবং পুরস্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।

শুক্রবার সন্ধ্যায় পাক্কা মসজিদ এলাকার সমদ্র সৈকত মাঠে অনুষ্ঠিত ফাইনাল খেলায় স্বাধীন বাংলাকে হারিয়ে “ডায়নামিক কোচিং সেন্টার চ্যাম্পিয়ান হয়।

এর আগে খেলার উদ্বোধন করেন চট্টগ্রাম জেলা পরিষদের সদস্য আ.ম.ম দিলসাদ। একইদিন ক্লাবের নতুন সদস্যদের বরণ, বার্ষিক বনভোজন এবং মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। চক্রবাক ক্লাবের সভাপতি শাহাদাত আলী চৌধুরীর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক ইমাম হোসেন ফারুকের পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের ইউরোলজী বিভাগের বিভাগীয় প্রধান ও চট্টগ্রাম মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ডীন অধ্যাপক ডা.মোঃ মনোয়ার উল হক শামীম। অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন সোনাইছড়ি ইউপি চেয়ারম্যান মনির আহমেদ।

বিশেষ অতিথি ছিলেন ক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি দিদারুল ইসলাম মাহমুদ, সাবেক সভাপতি একরামুল হক আজাদ, ফেরদাউস আকবর, সাবেক সাধারণ সম্পাদক নাজিম উদ্দিন, অ্যাপেলো ইম্পেরিয়াল হাসপাতালের সিএফও কোম্পানি সচিব এম মনোয়ারুল হক এফসিএমএ, মোহাম্মদ নুরুচ্ছফা, ক্লাবের পৃষ্ঠপোষক সদস্য আ ম ম সাজ্জাদ, সিনিয়র সদস্য নুরুল ইসলাম শাহাবুদ্দিন।

অনুষ্ঠানে চক্রবাক ক্লাবের গতিশীল এবং কর্মকান্ড বাড়াতে কিশোরদের নিয়ে গ্রীণ ক্লাব করার প্রস্তাব দেন ক্লাবের সাবেক সভাপতি সফিউল রহমান টিপু।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *