বাংলাদেশ সরকারের ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদ এমপি বলেন, আওয়ামী লীগ জনবান্ধন সরকার। আওয়ামী লীগ সাধারণ মানুষের সরকার। প্রত্যেকে নিজেদের মধ্যে বিরোধ, মতানৈক্যকে মিটিয়ে ব্যক্তি স্বার্থের উর্ধ্বে উঠে দল বাঁচাও, দেশ বাঁচাও। কারণ এখন সময় এসেছে ঐক্যবদ্ধ হওয়ার, ঐক্যবদ্ধ হয়ে স্বাধীনতা বিরোধী শক্তিকে মোকাবেলা করার। ২০০৯ এরপর থেকে আওয়ামী লীগের ধারাবাহিক ১৪ বছরে দেশ উন্নয়নের মহাসড়কে দাঁড়িয়ে আছে। আনোয়ারা-কর্ণফুলি চট্টগ্রামে মধ্যে উন্নয়নের মহাসড়কে সবচেয়ে বেশি উন্নত। আজ ৪ মার্চ (শনিবার) উপজেলার কালাবিবির দিঘিস্থ চাইনা ইকোনমিক জোন রোডে আনোয়ারা উপজেলা স্বেচ্ছাসেবক লীগের ত্রি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
এসময় উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মো. আলী আকবরের সভাপতিত্ত্বে সাধারণ সম্পাদক এম জাফর ইকবাল তালুকদারের সঞ্চালনায় উদ্বোধন হিসেবে উপস্থিত ছিলেন দক্ষিণ জেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সভাপতি ও সাতকানিয়া পৌরসভার মেয়র মোহাম্মদ জোবায়ের, বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের উপ-পাঠ ও বস্ত্র বিষয়ক সম্পাদক তারেক মাহমুদ চৌধুরী পাপ্পু, বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের জাতীয় পরিষদ সদস্য আফজাল হোসেন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি অধ্যাপক এম.এ মান্নান চৌধুরী, চট্টগ্রাম জেলা পরিষদ এস এম আলমগীর চৌধুরী, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জসিম উদ্দিন চৌধুরী, চট্টগ্রাম মহানগর স্বেচ্ছাসেবক লীগের সহ সভাপতি ও চট্টগ্রাম সিটি কর্পোরেশনের ১৪ নং লালখান বাজার ওয়ার্ডের কাউন্সিলর আবুল হাসনাত মো. বেলাল, দক্ষিণ জেলা আওয়ামী লীগের সদস্য শামসুদ্দিন চৌধুরী, উপজেলা শ্রমিকলীগের সাধারণ সম্পাদক মোহাম্মদ সৈয়দ, ইউপি চেয়ারম্যানদের মধ্যে, কলিম উদ্দিন, নোয়াব আলী, আমিন শরীফ, কাইয়ুম শাহ্সহ আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনগুলোর নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানের ২য় অধিবেশনে বর্তমান সভাপতি মো. আলী আকবরকে পুনরায় সভাপতি এবং রিদুয়ানুল হক রহিমকে সাধারণ সম্পাদক করে আনোয়ারা উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের নতুন কমিটি ঘোষণা করা হয়।
২৪ঘণ্টা.জেআর
Leave a Reply