শাহজাহান আলী মনন, নীলফামারী জেলা প্রতিনিধি ॥ সমাজ সেবা, শিশু সাহিত্য, শিক্ষা ও চারণ কবি এই ৪ বিষয়ে বিশেষ অবদান রাখায় নীলফামারীর সৈয়দপুরের ৪ গুনিজন সম্মাননা দিয়েছে সেন্টার ফর ন্যাশনাল কালচার (সিএনসি)।
ঢাকাস্থ এ সংগঠনটি জীবন শিল্পী সৈয়দ আলী আহসান এর জন্মশত বার্ষিকী উপলক্ষ্যে দেশের বিভিন্ন অঞ্চলের গুনিজনদের সম্মাননা প্রদান করছে।
এরই ধারাবাহিকতায় গত ২৫ ডিসেম্বর বুধবার রাতে নীলফামারীর সৈয়দপুর শহরের ৪ জন গুণিব্যক্তিকে সম্মাননা প্রদান করা হয়। শহরের বিমানবন্দর রোডস্থ রেলওয়ে অফিসার্স ক্লাব সংলগ্ন ইকু হেরিটেজ হোটেল এন্ড রিসোর্ট সেন্টার এ সম্মাননা প্রদান অনুষ্ঠানের আয়োজন করা হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর শিল্প বিষয়ক সাবেক উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা ও সোস্যাল ইসলামী ব্যাংক লিমিটেডের প্রতিষ্ঠাতা পরিচালক এবং সিএনসি’র সভাপতি আবদুল মালেক। বিশেষ অতিথি ছিলেন বিশিষ্ট শিক্ষাবিদ ও সিএনসি’র ট্রাস্টি মামুনুর রশিদ, সৈয়দপুর মহাবিদ্যালয়ের সাবেক অধ্যক্ষ ও বিশিষ্ট লেখক হাফিজুর রহমান। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সিএনসি’র সদস্য বিশিষ্ট লেখক ও সৈয়দপুরের কৃতি সন্তান সৈয়দ এমদাদুল হক চৌধুরী।
অনুষ্ঠানে যাদের সম্মাননা প্রদান করা হয় তারা হলেন সৈয়দপুর পৌরসভার মেয়র ও সাবেক সংসদ সদস্য অধ্যক্ষ মোঃ আমজাদ হোসেন সরকার (সমাজ সেবা) সৈয়দপুর মহিলা ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ সাবিনা সালাম (নারী শিক্ষা), মুফতি মইনুল ইসলাম (শিশু সাহিত্য) ও চারণ কবি মরহুম আবুল হোসেন আদানী (মরনোত্তর)।
আলোচনা সভায় বক্তব্য রাখেন অতিথিবৃন্দসহ সৈয়দপুরের কথা সাহিত্যিক আকমল সরকার রাজু, মরহুম আবুল হোসেন আদানীর মেয়ে স্বভাব কবি ডেইজি আদানী প্রমুখ।
এসময় উপস্থিত ছিলেন শিল্প সাহিত্য সংসদের নব নির্বাচিত কার্যনির্বাহী কমিটির সদস্যবৃন্দসহ সৈয়দপুরের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগণ, সাংবাদিকবৃন্দ, জনপ্রতিনিধি, সুশীল সমাজের নেতৃবর্গ সাহিত্য ও শিল্প সংশ্লিষ্ট বিভিন্ন সংগঠনের সদস্যরা।
Leave a Reply