শ্রম আইনের অপপ্রয়োগ, শ্রমিক সংগঠনের গঠনতন্ত্রের বিরোধীতা, অন্যায়কারীদের প্রশ্রয়দাতা, দুর্নীতিবাজ ও পক্ষপাত দুষ্টে অভিযুক্ত চট্টগ্রাম বিভাগীয় শ্রম দপ্তরের পরিচালক ও রেজিস্ট্রার অব ট্রেড ইউনিয়নস্ মো: খোরশেদুল হক ভূঁইয়ার অপসারণের দাবিতে অদ্য রোববার (৫ মার্চ) তারিখ রবিবার সকাল ১১টায় চট্টগ্রাম প্রেসক্লাব চত্বরে বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশন চট্টগ্রাম আঞ্চলিক কমিটির উদ্যোগে ৪৬টি বেসিক ইউনিয়নের প্রতিনিধি ও শ্রমিকদের মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়।
মানববন্ধন কর্মসূচিতে নেতৃবৃন্দ বলেন মানববন্ধন কর্মসূচি পালনের পরও সরকারের যথাযথ কর্তৃপক্ষ কর্তৃক অবিলম্বে দুর্নীতিবাজ শ্রম পরিচালককে প্রত্যাহার না করলে বৃহত্তর আন্দোলনের কর্মসূচি ঘোষণা করা হবে।
বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশন চট্টগ্রাম আঞ্চলিক কমিটির কার্যকরী সভাপতি ও মানববন্ধন কর্মসূচি বাস্তবায়ন কমিটির আহ্বায়ক রবিউল মওলার সভাপতিত্বে অনুষ্ঠিত মানববন্ধন কর্মসূচির সমাবেশে বক্তব্য রাখেন বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশন চট্টগ্রাম আঞ্চলিক কমিটির সভাপতি মোহাম্মদ মুছা, সাধারণ সম্পাদক অলি আহামদ, প্রচার সম্পাদক হাজী আবদুস ছবুর, জহিরুল ইসলাম, শাহাদাত হোসেন, মো: ইউসুফ, জাহেদ হোসেন, হারুন অর রশিদ, সেলিম খান, মো: ইলিয়াছ, আবুল খায়ের, শাহজাহান, মো: ইয়াছিন, নুরুল হক পুতু, নুরুল ইসলাম, সিরাজুল ইসলাম, হাসান মাহমুদ, শামসুল আলম, মো: শফি, জানে আলম, সাইফুল ইসলাম শাহীন, আহমদ হোসেন, নজরুল ইসলাম, কামাল উদ্দিন, শাহ আলম চৌধুরী, হোসেন আহমদ, মো: হাসান, শহিদুল ইসলাম, দৌলত মিয়া, আবদুর রহিম প্রমুখ সড়ক পরিবহন শ্রমিক নেতৃবৃন্দ।
Leave a Reply