সীতাকুণ্ড প্রতিনিধি: সীতাকুণ্ডে গলায় ফাঁস দিয়ে আতিক হোসেন (১৭) নামে এক মাদ্রাসা শিক্ষার্থী আত্মহত্যা করেছে।
সোমবার সকালে উপজেলার সৈয়দপুর ইউনিয়নের ৩নং ওয়ার্ড়ের মহানগর আলি ফয়েজ ইসলামিক এতিমখানার আবাসিক ভবনের ২য় তলার ঘরে এ ঘটনা ঘটে। নিহত আতিক হোসেন মীরসরাই থানার ৪নং ওয়ার্ড়ের উত্তর ওয়াহেদপুর মোল্লা গ্রামের অলি উল্লার পুত্র। সে উপজেলার সৈয়দপুর ইউনিয়নের মহানগর অলি ফয়েজ ইসলামিক এতিমখানার ছাত্র।
থানা সূত্রে জানা যায়, উপজেলার সৈয়দপুর ইউনিয়নের মহানগর অলি ফয়েজ ইসলামিক এতিমখানার ২য় তলার ভবনে সকাল আনুমানিক সকাল ১১টার সময় সিলিং ফ্যানের সাথে ঝুলন্ত লাশ দেখে তার সহপাঠীরা। পরে মাদ্রাসার সুপারকে জানালে হল সুপার সীতাকুণ্ড থানাকে জানান। থানার এসআই মোতাব্বির হোসেন গাজী দুপুরে ঘটনাস্থলে গিয়ে লাশটি সুরতহাল তৈরি পুর্বক ময়নাতদন্তের জন্য চমেক হাসপাতালে প্রেরন করেন। আত্নহত্যার কারণ জানা যায়নি।
Leave a Reply