সীতাকুণ্ড প্রতিনিধি: সীতাকুণ্ডের সীমা অক্সিজেন প্ল্যান্টে ভয়াবহ বিস্ফোরণে নিহত প্রত্যেক শ্রমিকের পরিবারকে দুই লাখ টাকা করে ক্ষতিপূরণ দেওয়ার ঘোষণা দিয়েছেন প্রতিষ্ঠানটির মালিকপক্ষ।
বুধবার এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছেন সীমা অক্সিজেন লিমিটেডের ব্যবস্থাপক মো. ইফতেখার উদ্দিন। ক্ষতিপূরণের টাকা ইতোমধ্যে শ্রম আদালতে জমা দেওয়া হয়েছে।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, ঘটনায় আহত শ্রমিকদের যাবতীয় চিকিৎসা ব্যয় বহন করবে কর্তৃপক্ষ । এমনকি তারা সুস্থ না হওয়া পর্যন্ত তাদের বেতনসহ অন্য সুযোগ- সুবিধাও চলমান থাকবে। এ ছাড়া যারা নিহত হয়েছেন তাদের পরিবারের কেউ চাকরি করার উপযুক্ত থাকলে তাকে চাকরি দেবে ওই প্রতিষ্ঠান।
উল্লেখ্য, গত ৪ মার্চ উপজেলার সোনাইছড়ি ইউনিয়নের কদমরসুল এলাকায় সীমা অক্সিজেন প্লান্টে ভয়াবহ বিস্ফোরণে নিহত হয় ৭ জন এবং আহত হন ৩০ জনের বেশী মানুষ। এছাড়া বিস্ফোরণে আশপাশের বাড়ি ঘর, মসজিদের ব্যাপক ক্ষতিসাধন হয়।
Leave a Reply