২০০৫ সালে টি-টোয়েন্টি ক্রিকেট শুরু হয়। অথচ ইংল্যান্ডের বিপক্ষে বাংলাদেশ প্রথম খেলার সুযোগ পায় ২০২১ সালের বিশ্বকাপে। বিষয়টি অবাক করার মতোই। ম্যাচে বাংলাদেশ হেরেছিল ৮ উইকেটে। সে সময় টি-টোয়েন্টি ক্রিকেটে বাংলাদেশও দুঃসময় পার করছিল। এবার ঘরের মাঠে প্রথমবারের মতো সিরিজ খেলার সুযোগ পেয়ে বাংলাদেশ বিশ্বচ্যাম্পিয়নদের ঘায়েল করে জিতে নিয়েছে সিরিজ।
রবিবার (১২ মার্চ) মিরপুরের শেরে বাংলা জাতীয় স্টেডিয়ামে সিরিজ জেতার ম্যাচে বাংলাদেশ জিতেছে ৪ উইকেটে।
প্রথমে বোলারদের ক্ষুরধার বোলিংয়ে টস জিতে ইংল্যান্ডকে ব্যাট করতে পাঠিয়ে ১১৭ রানে অলআউট করে। সিরিজ জেতার নেশায় মত্ত বাংলাদেশের ব্যাটাররা সেই রান ১৮.৫ ওভারে ৬ উইকেট হারিয়ে অতিক্রম করে উল্লাসে মেতে উঠে। প্রথম ম্যাচ বাংলাদেশ চট্টগ্রামে জিতেছিল ৬ উইকেটে। সিরিজের শেষ ম্যাচ একই স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে ১৪ মার্চ মঙ্গলবার।
Leave a Reply