৪ বাহিনীর যৌথ প্রচেষ্টায় ২৪ ঘণ্টা পর সীতাকুণ্ডের আগুন নিয়ন্ত্রণে

সীতাকুণ্ড প্রতিনিধি: দীর্ঘ ২৪ ঘণ্টা পর সীতাকুণ্ডে তুলার গোডাউনের আগুন নিয়ন্ত্রণে এসেছে। রোববার সকাল সাড়ে ৮ টার দিকে ফায়ার সার্ভিস, সেনা, নৌ, বিমান বাহিনী ও বিজিবির ২৩টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করে।

কুমিরা ফায়ার ও সিভিল সার্ভিস কর্মকর্তা সুলতান মাহমুদ বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, সীতাকুণ্ডের কুমিরায় ইউনিটেক্স স্পিনিং মিলের তুলার গোডাউনে আগুন লাগার ঘটনায় রোববার সকাল সাড়ে ৮টা পর্যন্ত দীর্ঘ ২৪ ঘণ্টা ফায়ার সার্ভিসের ৯টি ইউনিট, সেনাবাহিনীর ৪টি, নৌ বাহিনীর ৪টি, বিমান বাহিনীর ২টি, বিজিবির ৪টি ইউনিটসহ মোট ২৩টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করেছে। শনিবার সকাল সাড়ে ৯টায় লাগা আগুনে আড়াই হাজার টন তুলা সম্পুর্ন পুড়ে ছাই হয়ে যায়।

এদিকে অগ্নিকাণ্ডের ঘটনা পর্যবেক্ষণ করতে শনিবার রাতে চট্টগ্রাম জেলা প্রশাসক আবুল বাশার মোহাম্মদ ফখরুজ্জামান ঘটনাস্থল পরিদর্শন করেন এবং ১০ সদস্যের তদন্ত কমিটি গঠন করেন। এই কমিটির আগামী ৫ কার্য দিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন পেশ করবে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সাহাদাত হোসেন মিথুন বলেন, ‘আগুন নিয়ন্ত্রণে আসায় সকাল ৯টার দিকে ফায়ার সার্ভিসসহ অন্য বাহিনীর সদস্যরা ফিরে যায়। ঘটনা তদন্তে স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক বদিউল আলমকে প্রধান করে ১০ সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তাদের আগামী পাঁচ কর্ম দিবসের মধ্যে প্রতিবেদন দিতে বলা হয়েছে। অপরদিকে ভয়াবহ অগ্নিকাণ্ডে ক্ষয়ক্ষতির বিষয়ে বিস্তারিত জানাতে পারেননি কেউ।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *