কাজাকিস্তানে বিমান বিধ্বস্ত হয়ে নিহত ১৫

কাজাকিস্তানে শুক্রবার বিমান বিধ্বস্ত হয়ে ১৫ জন নিহত ও আরো অনেকে আহত হয়েছে। সরকারি খবরে এ কথা বলা হয়।

খবরে বলা হয়, কাজাকিস্তানের আলমাটি বিমান বন্দর থেকে ১০০ যাত্রী নিয়ে একটি বিমান শুক্রবার উড্ডয়নের কিছুক্ষণের মধ্যে বিধ্বস্ত হয়।

কাজাখস্তানের সিভিল অ্যাভিয়েশন এজেন্সি জানায়, বেক এয়ারের ওই প্লেনটি বিমানবন্দর থেকে উড্ডয়নের পরপরই উচ্চতা হারাতে শুরু করে। এক পর্যায়ে তা একটি দেয়ালে ধাক্কা খেয়ে একটি ভবনের ওপর আছড়ে পড়ে। তবে এ ঘটনায় প্লেনটিতে আগুন লাগেনি।

অনলাইন ফ্লাইট ট্র্যাকার সাইট ফ্লাইটভিউ.কমের তথ্য অনুযায়ী, বেক এয়ারের ফকার ১০০ মডেলের এয়ারক্র্যাফ্টটি সকাল ৭টা ০৫ মিনিটে আলমাটি বিমানবন্দর ত্যাগ করে। যা সকাল ৮টা ৪০ মিনিটে দেশটির রাজধানী নূর-সুলতানে (সাবেক আস্তানা) পৌঁছানোর কথা ছিল। তবে এর আগেই দুর্ঘটনায় কবলিত হয় যাত্রীবাহী প্লেনটি।

বিমান দুর্ঘটনায় নিহতের প্রতি শোক জানিয়েছেন কাজাকিস্তানের প্রেসিডেন্ট কাসিম-জমারত তোকায়েভ। বিবৃতিতে তিনি বলেন, এ ঘটনায় জড়িতদের অবশ্যই আইনের আওতায় আনা হবে।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *