রাঙামাটি পার্বত্য জেলার রাজস্থলী উপজেলার বাঙ্গালহালিয়াতে গত ১৪ মার্চ (মঙ্গলবার) অভিযান চালিয়ে ২১ লিটার দেশীয় চোলাই মদসহ উবাচিং মারমা (৪০) নামের এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে চন্দ্রঘোনা থানা পুলিশ। গ্রেফতারকৃত ওই মাদক ব্যবসায়ীকে চন্দ্রঘোনার থানা হাজত থেকে রাঙামাটি জেলা আদালতে সোপর্দ করা হয়েছে।
গ্রেফতারকৃত উবাচিং মারমা রাজস্থলী উপজেলার ৩নং বাঙ্গালহালিয়া হেডম্যান পাড়া এলাকার সুইসাহ্লা মারমার ছেলে। চন্দ্রঘোনা থানার অফিসার ইনচার্জ (ওসি) সফিউল আজম জানান, গ্রেফতারকৃত উবাচিং দীর্ঘদিন যাবত দেশীয় চোলাই মদ বিক্রি করে আসছিল।
মঙ্গলবার রাত সাড়ে ১১ টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে বাঙ্গালহালিয়া বাজার এলাকায় অভিযান পরিচালনা করলে পুলিশের উপস্থিতি টের পেয়ে কয়েকজন পালিয়ে গেলেও ২১ লিটার চোলাই মদসহ (যার আনুমানিক বাজার মূল্য প্রায় ৮ হাজার টাকা) মাদক ব্যবসায়ী উবাচিং মারমাকে গ্রেফতার করতে সক্ষম হয় পুলিশ।
এঘটনায় গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে মামলা দায়ের হয়েছে বলে জানায় পুলিশ।
২৪ঘণ্টা.জেআর
Leave a Reply