দেশসেরা কর্মচারী সীতাকুণ্ডের শরিফুল ইসলাম পাটোয়ারী

“মানসম্মত প্রাথমিক শিক্ষা, স্মার্ট বাংলাদেশ গড়ার দীক্ষা”-এ প্রতিপাদ্যকে সামনে রেখে গত ১২ মার্চ রোববার রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে জাতীয় প্রাথমিক শিক্ষা সপ্তাহ ও প্রাথমিক শিক্ষা পদক-২০২৩ বিতরণ অনুষ্ঠিত হয়।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী মোঃ জাকির হোসেন এমপি।

প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব ফরিদ আহাম্মদের সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক শাহ রেজওয়ান হায়াত।

অনুষ্ঠানে প্রাথমিক শিক্ষায় বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ সীতাকুণ্ড উপজেলা শিক্ষা অফিসের কর্মচারী মোঃ শরিফুল ইসলাম পাটোয়ারী দেশসেরা কর্মচারী নির্বাচিত হয়েছেন। অনুষ্ঠানে প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রীর কাছ থেকে তিনি প্রাথমিক শিক্ষা পদক গ্রহণ করেন। উপজেলা পর্যায় থেকে শুরু করে বিভিন্ন ধাপের প্রতিযোগিতায় মেধাবী প্রতিযোগীদের সাথে প্রতিযোগিতায় অংশ নিয়ে তিনি দেশসেরা হওয়ার অনন্য গৌরব অর্জন করেন। পেশাগত জীবনে অত্যন্ত দক্ষতা ও সততার সাথে চট্টগ্রামের বিভিন্ন উপজেলায় দায়িত্ব পালন করে শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারী সমাজের সকলের নিকট আস্থাভাজন হয়ে উঠেছেন শরীফুল পাটোয়ারী।

তিনি তার এ অর্জনে প্রাথমিক শিক্ষা পরিবারের নিকট কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।

করোনাকালীন দুই বছর বন্ধ থাকার পর আবারও জাতীয় প্রাথমিক শিক্ষা সপ্তাহের যাত্রা শুরু হয়েছে। জাতীয় প্রাথমিক শিক্ষা সপ্তাহ উপলক্ষে ঢাকায় আয়োজিত অনুষ্ঠানে ২০১৯ ও ২০২২ সালের প্রাথমিক শিক্ষা পদক বিতরণ করা হয়। ২০১৯ সালে ২১ ক্যাটাগরিতে ২১ জন ও ক্রীড়া ও সংস্কৃতি বিষয়ক প্রতিযোগিতায় বিজয়ী ৯০জন শিশুসহ ১১১ জন, ২০২২ সালে ২১ ক্যাটাগরিতে ২১ জন এবং ক্রীড়া ও সংস্কৃতি বিষয়ক প্রতিযোগিতায় বিজয়ী ৮৪জন শিশুসহ ১০৫ জনকে সনদ প্রদান করা হয়। এ ছাড়া ২০২২ সালে ২১ ক্যাটাগরিতে ৪২ ব্যক্তি ও প্রতিষ্ঠানকে সনদ প্রদান করা হয়।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *