ফটিকছড়ি প্রতিনিধি: আজ নাজিরহাট পৌরসভা দ্বিতীয় নির্বাচন। সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত ইবিএম মেশিনে ভোট গ্রহণ হবে।
এদিকে ভোট কেন্দ্রের আইন শৃংখলা রক্ষায় পুলিশ, বিজিবি, র্যাব, আনসার, নির্বাহী ম্যাজিষ্ট্রেট সহ চার স্তরের নিরাপত্তা বলয় তৈরী করছে বলে জানিয়েছেন রির্টানিং কর্মকর্তা তারিফুজ্জামান।
জানা গেছে, নাজিরহাট পৌরসভার প্রায় ৪৭ হাজার ভোটার ৯টি ওয়ার্ডের ২২টি কেন্দ্রে প্রথম বারের মত ইলেক্ট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) এর মাধ্যমে তাঁদের ভোটাধিকার প্রয়োগ করবে। এটি এই পৌরসভার দ্বিতীয় নির্বাচন। এর আগে ২০১৮ সালে এই পৌরসভার প্রথম নির্বাচিত হযেছিল।
নাজিরহাট পৌরসভার দ্বিতীয় বারের এ নির্বাচনে মেয়র পদে ৫ জন, সাধারণ আসনের কাউন্সিলর পদে ৪১ জন ও সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদে ৮ জন প্রতিদ্বন্ধী প্রার্থী নির্বাচনী প্রতিদ্বন্ধীতায় করছেন। তাদের মধ্যে আওয়ামীলীগ প্রার্থী ফটিকছড়ি উপজেলা আওয়ামী লীগের সদস্য এ কে জাহেদ চৌধূরী (নৌকা), নাজিরহাট ব্যবসায়ী সমিতির সভাপতি নাসির উদ্দীন (নারিকেল গাছ ), আনোয়ার পাশা
(মোবাইল ফোন)। মোহাম্মদ ইসমাঈল গণী (জগ ) ও জাহাঙ্গীর আলম (চামচ) প্রতিক নিয়ে প্রতিদন্ধীতা করছেন।
ফটিকছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সাব্বির রহমান সানি বলেন, একটি সুষ্টু ও সুন্দর নির্বাচনের লক্ষে সকল প্রস্তুতি গ্রহণ করা হয়েছে।
Leave a Reply