২৪ ঘন্টা ডট নিউজ। চট্টগ্রাম ডেস্ক : লাইটার জাহাজের ধাক্কায় সাম্পান থেকে ছিটকে পড়ে কর্ণফুলী নদীতে নিখোঁজ হওয়ার প্রায় ৬০ ঘন্টা পর ভেসে উঠলো সাম্পান মাঝি নুর আহমেদ (৪৫)র লাশ। নূর আহমদ কর্ণফুলী উপজেলার ইছানগর গ্রামের মো. আবুলের ছেলে।
শুক্রবার (২৭ ডিসেম্বর) সকালে কর্ণফুলী নদীর দক্ষিণ তীরে শাহ আমানত সেতুর নীচে লাশটি ভাসমান অবস্থায় দেখতে পেয়ে কোস্ট গার্ডকে খবর দেয়া হলে সকাল ৮টার সময় লাশটি উদ্ধার করে কোস্টগার্ড সদস্যরা।
এ তথ্য নিশ্চিত করে কোস্টগার্ড পূর্বজোনের স্টাফ অফিসার(অপারেশন্স) লেফটেন্যান্ট কমান্ডার মো. সাইফুল ইসলাম বলেন, প্রয়োজনীয় আইনী প্রক্রিয়া শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
এর আগে গত ২৪ ডিসেম্বর মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে নিখোঁজ হয় মাঝি নুর আহম্মদ। ইছানগর ঘাঁট থেকে যাত্রীবিহীন সাম্পান নিয়ে বাংলাবাজার ঘাটে যাওয়ার সময় শফি হাজীর ঘাট এলাকায় এমভি ওয়াটার কিং নামের একটি লাইটার জাহাজের সাথে ধাক্কা লাগে। এতে আঘাতপ্রাপ্ত হয়ে সাম্পান থেকে ছিটকে পড়ে কর্ণফুলি নদীর জোয়ারের পানিতে তলিয়ে গিয়েছিলো নুর আহম্মদ।
খবর পেয়ে কোস্ট গার্ড, নৌ পুলিশ ও ফায়ার সার্ভিসের ডুবুরিদল ঘটনাস্থলে অনেক খোঁজাখুজির পরও তাকে পাওয়া যায়নি। একাধিক ডুবুরি উদ্ধার কাজ চালিয়েছে গত দুদিন। অবেশেষে শুক্রবার সকালে নিখোঁজ মাঝি নুর আহম্মদের লাশ কর্ণফুলি নদীতে ভেসে উঠে।
Leave a Reply