নিউজিল্যান্ডে ৭.১ রিখটার স্কেলে ভূমিকম্প, সুনামির আশঙ্কা নেই

নিউজিল্যান্ডে ৭.১ রিখটার স্কেলে ভূমিকম্প হয়েছে। বৃহস্পতিবার স্থানীয় সময় বিকেলে দেশটির কার্মাডেক দ্বীপপুঞ্জ এলাকায় এ ভূমিকম্প আঘাত হানে। ভূমিকম্পের পর সেখানে সুনামির সতর্কতা জারি করা হয়েছিল।

দেশটির সংবাদপত্র নিউজিল্যান্ড হেরাল্ড জানিয়েছে- ভূমিকম্পের কারণে বর্তমানে সেখানে কোনো সুনামি আশঙ্কা নেই।

নিউজিল্যান্ডের জাতীয় জরুরি ব্যবস্থাপনা এজেন্সির বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয়েছে- ভূমিকম্পের পর উৎসস্থল থেকে ৩০০ কিলোমিটার পর্যন্ত উপকূলীয় এলাকায় সুনামি সতকর্তা জারি করেছিল দ্য প্যাসিফিক সুনামি ওয়ার্নিং সেন্টার। এই ভূমিকম্পের পর এখন কোনো সুনামি আশঙ্কা নেই।

প্রতিবেদনে তথ্য অনুযায়ী, কার্মাডেক দীপপুঞ্জের অবস্থান নিউজিল্যান্ড থেকে এক হাজার কিলোমিটার উত্তর-পূর্বে।

এদিকে রয়টার্স বলছে, ইউনাইটেড স্টেটস জিওলজিক্যাল সার্ভের (ইউএসজিএস) তথ্য অনুযায়ী, রিখটার স্কেলে ভূমিকম্পনের মাত্রা ৭ দশমিক ১। এই ভূমিকম্পনের উৎসস্থল ভূগর্ভের ১০ কিলোমিটার গভীরে।

যুক্তরাষ্ট্রের সুনামি ওয়ার্নিং সিস্টেম জানিয়েছে, ভূমিকম্পের পর সেখানে সুনামি সতকর্তা জারি করা হয়েছিল।

প্রাথমিকভাবে হতাহত বা ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *