নিয়নে হয়ে গেলো উয়েফা চ্যাম্পিয়নস লিগ কোয়ার্টার ফাইনালের ড্র। চূড়ান্ত হলো সেমিফাইনালে ওঠার লড়াইয়ে কে কার মুখোমুখি হচ্ছে। এবারের আসরে সবচেয়ে বেশি ইতালির তিন ক্লাব উঠেছে শেষ আটে। ইন্টার মিলান, এসি মিলান ও নাপোলি ইতালির ভরসা। এছাড়া ইংল্যান্ডের প্রতিনিধিত্ব করবে চেলসি ও ম্যানচেস্টার সিটি। অন্য তিন ক্লাব বর্তমান চ্যাম্পিয়ন রিয়াল মাদ্রিদ, বায়ার্ন মিউনিখ ও বেনফিকা।
রিয়াল প্রথম কোয়ার্টার ফাইনালে প্রতিপক্ষ হিসেবে পেয়েছে চেলসিকে। ডিফেন্ডিং চ্যাম্পিয়ন রিয়াল, আর ২০২১ সালের চ্যাম্পিয়ন চেলসি। শেষ ষোলোতে গত বছরের ফাইনালিস্ট লিভারপুলকে ৬-২ গোলের অগ্রগামিতায় বিদায় করার পর আরেকটি ইংলিশ ক্লাবের মুখোমুখি হচ্ছে রিয়াল। গ্রাহাম পটারের চেলসি বরুশিয়া ডর্টমুন্ডকে বছরের প্রথম হাারের স্বাদ দিয়ে ২-১ গোলের অগ্রগামিতায় শেষ আটে।
তৃতীয় কোয়ার্টার ফাইনালে ম্যানসিটির প্রতিপক্ষ বায়ার্ন। ম্যানসিটি কোচ পেপ গার্দিওলা এবার তার সাবেক ক্লাবের মুখোমুখি হচ্ছেন। ২০১৩ সাল থেকে টানা তিন মৌসুম বায়ার্নের প্রধান কোচ ছিলেন তিনি। বুন্দেসলিগায় অপ্রতিরোধ্য থাকলেও তার আমলে প্রতি বছর চ্যাম্পিয়নস লিগ সেমিফাইনালে শেষ হয়েছিল মিশন। এবার সেই দলকে বধের ছক কষবেন স্প্যানিশ কোচ।
ইন্টার দ্বিতীয় শেষ আটের খেলায় মুখোমুখি হবে বেনফিকার। নাপোলি শেষ কোয়ার্টার ফাইনাল খেলবে অল ইতালিয়ান ম্যাচ, তাদের প্রতিপক্ষ মিলান। সিরি আ’র বর্তমান চ্যাম্পিয়ন মিলান অল ইতালিয়ান লিগে এখনকার শীর্ষ দল নাপোলি।
একই সঙ্গে সেমিফাইনালে কোন দল কাকে খেলবে, সেই লাইনআপও নির্ধারণ করা হয়েছে। দ্বিতীয় কোয়ার্টার ফাইনালের বিজয়ী দল খেলবে চতুর্থ কোয়ার্টার ফাইনালিস্ট জয়ী দলের বিপক্ষে, মানে ইন্টার-বেনফিকা বনাম নাপোলি-মিলান ম্যাচ জয়ী প্রথম সেমিফাইনালে খেলবে। আর প্রথম কোয়ার্টার ফাইনালে জয়ী দল, অর্থাৎ রিয়াল-চেলসি ম্যাচের বিজয়ী দল দ্বিতীয় সেমিফাইনাল মুখোমুখি হবে ম্যানসিটি-বায়ার্নের তৃতীয় কোয়ার্টার ফাইনাল জয়ী দলের। দুই সেমিফাইনাল বিজয়ী ক্লাব ইস্তানবুলে আগামী ১০ জুন শিরোপার লড়াইয়ে নামবে।
প্রথম লেগ হবে ১১-১২ এপ্রিল। দ্বিতীয় লেগের খেলা হবে ১৮-১৯ এপ্রিল। সেমিফাইনালের প্রথম লেগ ৯-১০ মে এবং পরের লেগ ১৬-১৭ মে।
প্রথম কোয়ার্টার ফাইনাল- রিয়াল মাদ্রিদ বনাম চেলসি
দ্বিতীয় কোয়ার্টার ফাইনাল- ইন্টার মিলান বনাম বেনফিকা
তৃতীয় কোয়ার্টার ফাইনাল- ম্যানসিটি বনাম বায়ার্ন মিউনিখ
চতুর্থ কোয়ার্টার ফাইনাল- এসি মিলান বনাম নাপোলি
প্রথম সেমিফাইনাল- ইন্টার/বেনফিকা বনাম নাপোলি/মিলান
দ্বিতীয় সেমিফাইনাল- রিয়াল/চেলসি বনাম ম্যানসিটি/বায়ার্ন
Leave a Reply