চলতি বঙ্গবন্ধু বিপিএলে জয় দিয়ে টুর্নামেন্ট শুরুর পর খুলনা টাইগার্সের বিপক্ষে হার। এরপর টানা তিন ম্যাচে জয়ের দেখা পায় চট্টগ্রাম চ্যালেঞ্জার্স। পরে আবার টানা দুই হার দিয়ে চট্টগ্রাম পর্ব শেষ করেছিল চ্যালেঞ্জাররা। ঢাকা পর্বে ফিরে আজ (শুক্রবার) আবার জয়ের ধারায় ফিরল দলটি। লো স্কোরিং ম্যাচে ঢাকা প্লাটুনকে ৬ উইকেটে হারিয়ে শক্ত করলো পয়েন্ট টেবিলের শীর্ষস্থান।
আজকের ম্যাচে আগে ব্যাট করে চট্টগ্রামের সামনে ১২৫ রানের লক্ষ্য দাঁড় করে ঢাকা। এই টার্গেট টপকাতে ওপেন করতে নেমে জুনায়েদ সিদ্দিকীকে সাথে নিয়ে দলকে উড়ন্ত সূচনার আভাস দেন লিন্ডল সিমন্স। তবে খুব বেশিক্ষণ স্থায়ী হতে পারেননি তিনি, মাশরাফির বলে আউট হওয়ার আগে করেছেন ১৫ রান। পরে জুনায়েদ ৮ রান করে ফিরলে মিরপুরে ঝড় তোলেন চ্যাডউইক ওয়ালটন। ৩টা ছক্কা ও ১টা চারের সাহায্যে ১৬ বলে ২৫ রান করে ওয়াহাব রিয়াজের শিকারে পরিণত হন তিনি।
ওয়ালটনের বিদায়ের পর রায়ান বার্লকে নিয়ে দেখে খেলেন অধিনায়ক ইমরুল কায়েস। চতুর্থ উইকেটে গড়েন ৩৪ রানের পার্টনারশিপ। যেখানে বার্লের অবদান ১৩ রান। এরপর নুরুল হাসান সোহানকে সাথে নিয়ে দলের জয় নিশ্চিত করে মাঠ ছাড়ার পাশাপাশি নিজের ফিফটি তুলে নেন ইমরুল। ৬ উইকেটের জয়ে নিজে অপরাজিত থাকেন ৫৪ রান নিয়ে। ৫৩ বলের ইনিংসটি বাঁহাতি এই ব্যাটসম্যান সাজিয়েছেন ৫টা চার ও ২টা ছয়ের মারে।
এর আগে টসে হেরে ঢাকার হয়ে নিজেদের ইনিংস শুরু করতে আসেন দুই ব্যাটসম্যান তামিম ইকবাল ও এনামুল হক বিজয়। প্রথম থেকেই দেখেশুনে খেলতে থাকেন দুজন। ৩৪ বলে ৩২ রানের পার্টনারশিপের মাথায় ১৪ রানে থাকা বিজয় রান আউটে কাটা পড়লে ধ্বসের শুরু হয় ঢাকা শিবিরে। আগের দুই ম্যাচে অর্ধশতক হাঁকানো মেহেদী হাসান আজ ফিরেছেন শূন্য হাতে। এরপর ২৭ বলে ২১ রানে থাকা তামিমকে স্টাম্পিংয়ের ফাঁদে ফেলেন নাসুম আহমেদ।
খানিক বাদে জাকের আলী (৩), শহীদ আফ্রিদি (০), সাদাব খান (০) ও থিসারা পেরেরা (৬) আউট হয়ে গেলে মাত্র ৬৮ রানে তুলতেই ৭ উইকেট হারিয়ে বসে ঢাকা। এই ধ্বংসস্তূপের মাঝে ৪ নম্বরে ব্যাট করতে নেমে ৩৪ বলে সর্বোচ্চ ৩২ রানের ইনিংস খেলেন মুমিনুল হক। এরপর শেষদিকে অধিনায়ক মাশরাফি বিন মুর্তজার ১৭ ও ওয়াহাব রিয়াজের ২৩ রানের সুবাদে নির্ধারিত ২০ ওভার শেষে ১২৪ রানে থামে ঢাকা প্লাটুনের ইনিংস।
সংক্ষিপ্ত স্কোর:
ঢাকা প্লাটুন: ১২৪/৯ (২০ ওভার) মুমিনুল ৩২, ওয়াহাব রিয়াজ ২৩, তামিম ২১; বার্ল ২/১, মুক্তার ২/১৮, নাসুম ১/২১।
চট্টগ্রাম চ্যালেঞ্জার্স: ১২৫/৪ (১৮.৪ ওভার) কায়েস ৫৪*, ওয়ালটন ২৫, সিমন্স ১৫; ওয়াহাব রিয়াজ ২/১৮, মাশরাফি ১/১৪, মেহেদী ১/২৩।
ফল: চট্টগ্রাম ৬ উইকেটে জয়ী।
Leave a Reply