চট্টগ্রামের পটিয়া শাপলা কুঁঁড়ি শেখ রাসেল স্মৃতি মেধা বৃত্তি-২০২৩ পুরস্কার বিতরণ অনুষ্ঠান গত ১৭ মার্চ (শুক্রবার) বিকেলে পটিয়া আদর্শ উচ্চ বিদ্যালয় হলরুমে সম্পন্ন হয়েছে। পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বেঙ্মিকো ফার্মাসিউটিক্যালস লিমিটেড এর চীফ ফিন্যান্সিয়াল অফিসার মো: আলী নাওয়াজ।
শাপলা কুঁঁড়ির সমাজ কল্যাণ সংস্থার চেয়ারম্যান ও পটিয়া পৌরসভা মেয়র মোহাম্মদ আইয়ুব বাবুলের সভাপতিত্বে বিশেষ অতিথি’র বক্তব্য রাখেন, চট্টগ্রাম চারুকলা কলেজর সাবেক ভারপ্রাপ্ত অধ্যক্ষ অধ্যাপক মোঃ আবদুল আলীম, প্যানেল মেয়র-২ কামাল উদ্দিন বেলাল, কাউন্সিলর গোফরান রানা, পটিয়া প্রেসক্লাব সাবেক সভাপতি ও সাবেক শাহ আমির উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এস এম এ কে জাহাঙ্গীর আমিরী, জঙ্গলখাইন ইউপির সাবেক চেয়ারম্যান শাহাদাৎ হোসেন ফরিদ, দক্ষিণ জেলা শাপলা কুঁঁড়ির আসরের সহ-সভাপতি কামরুল হাসান বাবু, শাপলা কুঁঁড়ির সমাজ কল্যাণ সংস্থার পরিচালক এস এম রওশনগীর আমিরী, মামুনুর রশিদ তরফদার, জসিম উদ্দিন শিশু, আব্দুল করিম, ছৈয়দ নুরুল আবছার, প্রদীপ বিশ্বাস, নাছির উদ্দীন,শহীদুল আলম, শহীদুল ইসলাম জুলু, এরশাদ খান ফাহিম, দাউদুজ্জামান আজাদ, নজরুল ইসলাম, মীর এরশাদুর রহমান, ছৈয়দ তালুকদার, মনজুর আলম, উপজেলা শাপলা কুঁঁড়ির আসরের সাধারণ সম্পাদক আরাফাত, পৌরসভা শাপলা কুঁঁড়ির আসরের সভাপতি মো. নাঈম উদ্দিন, সাধারণ সম্পাদক আবদুল্লাহ আল নোমান, সহ-সভাপতি সাইদ তালুকদার খোকন, পশ্চিম পটিয়া শাপলা কুঁঁড়ির আসরের সভাপতি মো. আয়েছ, আবছার, মনজুর আলম, তারেকুর রহমান, তানসিফ বিন ইসমাইল, ফারদিন, আলভী, ফাহাদ, মিছবাহ, সাইফুল ইসলাম, জহিরুল ইসলাম, টিস্যু সুত্র ধর, দিহান, জিসান, খোরশেদ খোকন প্রমুখ।
পরে শাপলা কুঁঁড়ি শেখ রাসেল মেধাবৃত্তি প্রাপ্ত শিক্ষার্থীদের মাঝে সনদ ও পুরস্কার বিতরণ করেন অতিথিবৃন্দরা।
২৪ঘণ্টা.জেআর
Leave a Reply