রাঙামাটি জেলার দুর্গম জুরাছড়ি উপজেলার থুমপাড়া এলাকায় সদর দপ্তর ৩৪ ইঞ্জিনিয়ার কনস্ট্রাকশন ব্রিগেডের তত্ত্বাবধানে ২৬ ইঞ্জিনিয়ার কনস্ট্রাকশন ব্যাটালিয়নের উদ্যোগে পার্বত্য অঞ্চলের অসহায় পরিবারের মাঝে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করা হয়।
গত ১৪ মার্চ সকাল থেকে বিকাল পর্যন্ত আয়োজিত কর্মসূচির চিকিৎসা সেবা প্রদান করেন এডহক ২৬ ইঞ্জিনিয়ার কনস্ট্রাকশন ব্যাটালিয়নের আরএমও ক্যাপ্টেন জাহিদুল ইসলাম, এএমসি। এ সময় ১’শ জন অসুস্থ ব্যক্তি এ চিকিৎসা সেবা গ্রহণ করেন।
চিকিৎসা সেবা প্রদান কালে ক্যাপ্টেন জাহিদুল ইসলাম বলেন, বাংলাদেশ সেনাবাহিনী পাহাড়ি জনগণের সহায়তার জন্য সর্বদা বিভিন্ন সেবামূলক কর্মকান্ড পরিচালনা করে আসছে। তাই এলাকায় শান্তি শৃঙ্খলা রক্ষার্থে সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানান।
২৪ঘণ্টা.জেআর
Leave a Reply