পটিয়া সমমনা সাংস্কৃতিক জোটের উদ্যোগে ১৭ মার্চ জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৩ তম জন্মদিন ও জাতীয় শিশু দিবস উপলক্ষে সাংস্কৃতিক কর্মী সমাবেশ ও সংগীতানুষ্ঠান গত ১৭ মার্চ (শুক্রবার) বিকেলে পটিয়া কেন্দ্রীয় শহীদ মিনারে অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন উক্ত সংগঠনের সভাপতি সাবেক ছাত্রনেতা আলী আকবর সিদ্দিকী।
প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম চারুকলা কলেজের সাবেক অধ্যক্ষ অধ্যাপক আবদুল আলীম। বিশেষ অতিথি ছিলেন প্রবীণ আওয়ামী লীগ নেতা এডভোকেট বদিউল আলম। প্রধান বক্তা ছিলেন পটিয়ার গণমানুষের নেতা বাংলাদেশ আওয়ামী যুবলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক, চট্টগ্রাম ১২ পটিয়া আসনের বাংলাদেশ আওয়ামী লীগের দলীয় মনোনয়ন প্রত্যাশী জননেতা মুহাম্মদ বদিউল আলম। বিশেষ বক্তা ছিলেন কবি ও প্রাবন্ধিক সারাফ নাওয়ার।
বক্তব্য রাখেন, পটিয়া উপজেলা আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি মাষ্টার সিরাজুল ইসলাম, পটিয়া উপজেলা যুবলীগের সাবেক যুগ্ম-আহ্বায়ক ডি.এম জমির উদ্দিন, উপজেলা, শ্রমিক লীগের সাধারণ সম্পাদক রফিক হাসান, আবু ছৈয়দ লালু, নজরুল ইসলাম, হাসান শরীফ, খোরশেদ আলম, নুরুল ইসলাম, মো. মামুন, সাইফুদ্দীন ভোলা, সাইফুল ইসলাম শাহীন, তৌহিদুল আলম জুয়েল, আবদুল আউয়াল, জয়নাল আবেদিন ফরহাদ, মো. সাইফুল ইসলাম জুয়েল, আজিজুল্লাহ্ আজিজ, মো. আরিফ, আবু তৈয়ব, টিপু বিশ্বাস, ছোটন আচার্য্য, বাদশা মিয়া, ছাত্রলীগ নেতা সাজ্জাদ হোসাইন, এস. এম আসিফ প্রমূখ।
২৪ঘণ্টা.জেআর
Leave a Reply