জমকালো আয়োজনের মধ্যদিয়ে চকরিয়া প্রেসক্লাবের বার্ষিক পিকনিক ও ফ্যামিলি ডে সম্পন্ন হয়েছে। শুক্রবার (১৭ মার্চ) ডুলাহাজারাস্থ বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্কে মনোরম এ বনভোজন সম্পন্ন হয়।
এদিন সকাল থেকে ধীরে ধীরে সাফারি পার্কের পিকনিক স্পট মুখর হয়ে উঠে চকরিয়া প্রেসক্লাব সদস্যদের পদচারণায়। চকরিয়া পৌরসভা থেকে যাত্রা শুরু হয় সকাল ৮ টা থেকে। সৌহার্দ্যপূর্ণ আড্ডায় বেলা বাড়তেই মুখরিত হয়ে উঠে পার্কের পিকনিক স্পষ্ট।
চকরিয়া প্রেসক্লাবের সভাপতি এম জাহেদ চৌধুরীর সভাপতিত্বে সাধারণ সম্পাদক মিজবাউল হকের সঞ্চালনায় বিভিন্ন ইভেন্টের জন্য বেশ কয়েকটি পিকনিক উপকমিটি করে অনুষ্ঠান সম্পন্ন করা হয়।
দুপুরের ভূরিভোজন শেষে পিকনিক উপকমিটির আয়োজনে সম্পন্ন হয় শিশু ও মহিলাদের বিভিন্ন খেলা ও লাকী কুপন ড্র।
এসময় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চকরিয়া উপজেলা চেয়ারম্যান ফয়জুল করিম সাঈদী, মেয়র আলমগীর চৌধুরী, চকরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা জেপি দেওয়ান, উপজেলা সহকারী কমিশনার ভূমি রাহাত উজ জামান, সহকারী পুলিশ সুপার তফিকুল আলম, চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) চন্দন কুমার চক্রবর্তী, চকরিয়া উপজেলা আওয়ামিলীগের সাবেক সাধারণ সম্পাদক গিয়াস উদ্দিন চৌধুরী, ওসি তদন্ত আব্দুল জব্বার, সমাজসেবক সরওয়ার আলম, ক্রীড়াসংগঠক ও রাজনীতিবিদ আলমগীর হোসাইন, দৈনিক বাকখালীর সম্পাদক সাইফুল ইসলাম চৌধুরী।
এ অনুষ্ঠান সম্পন্ন করতে বিভিন্ন ইউনিটের দ্বায়িত্ব পালন করেন- সাবেক সভাপতি আব্দুল মজিদ, সাবেক সাধারণ সম্পাদক এ এম ওমর আলী, সহ-সভাপতি আরমান চৌধুরী, মুকুল কান্তি দাশ, জিয়াবুল হক, যুগ্ম সম্পাদক মোহাম্মদ উল্লাহ, অর্থ সম্পাদক জহিরুল আলম সাগর, দপ্তর সম্পাদক সাইফুল ইসলাম খোকন, ক্রীড়া সম্পাদক জামাল হোসাইন, আপ্যায়ন সম্পাদক হান্নান শাহ্, সাহিত্য সম্পাদক অলি উল্লাহ রনি, বশির আল মামুন, আবুল কালাম আজাদ, আব্দুল মতিন চৌধুরী, এডভোকেট ফয়জুল কবির, হেলাল উদ্দীন, কেএম নাসির উদ্দীন, বাপ্পী শাহরিয়ার, নাজমুল সাঈদ,শাহ্ মোহাম্মদ জাহেদ, মোস্তফা কামাল, ওয়াহিদুল হাসান রাহি, রাজু দাশ, আরাফাত হোসাইন, নুরুল আমিন টিপু, নিজাম উদ্দীন, কামাল, রুহুল কাদের, বশির আলম, ইউছুপ বিন হোসাইন, নুরুদ্দুজা জনি, ফেরদৌস ওয়াহিদ, ওসমান সরওয়ার প্রমুখ।
সকাল ৮ টা থেকে সন্ধ্যা ৬ টা পর্যন্ত টানা ক্লাব সদস্য ও অতিথিদের জম্পেশ আড্ডা, খুনসুটি, চকরিয়ার উন্নয়ন ভাবনা নিয়ে আলোচনা চলে।
অনুষ্ঠানের ফাঁকে কেক কেটে পালন করা হয় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিন ও জাতীয় শিশু দিবস।
Leave a Reply